ওয়াই-ফাইয়ের গতি দেখা যাবে অ্যান্ড্রয়েডে

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে ওয়াই-ফাই নেটওয়ার্কের গতি দেখানোর ফিচার যোগ করেছে গুগল।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Jan 2018, 12:47 PM
Updated : 23 Jan 2018, 12:47 PM

শুধু অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও সংস্করণের জন্যই ফিচারটি এনেছে মার্কিন ওয়েব জায়ান্ট প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে কোনো ওয়াই-ফাই নেটওয়ার্কে যুক্ত হওয়ার আগে তার গতি দেখতে পারবেন গ্রাহক, বলা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে।

মঙ্গলবার অ্যান্ড্রয়েড-এর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এক টুইট বার্তায় বলা হয়, “পাবলিক ওয়াই-ফাই চিহ্নিত করা যেতে পারে। প্রথমবারের মতো অ্যান্ড্রয়েড ওরিও ৮.১ আপনাকে অনুমান করার সুযোগ দেবে এবং এতে সংযুক্ত হওয়ার আগে নেটওয়ার্কের গতি দেখতে পারবেন।”

গতি পরীক্ষার নতুন ফিচার আপনাকে একটি ধারণা দিতে পারে। তবে, “এটি একদম নিখুঁত নয়” বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গ্রাহক তার ডিভাইসে ব্যবহারযোগ্য ওয়াই-ফাই নেটওয়ার্কের তালিকায় নেটওয়ার্কের নামের নীচে তার গতির অবস্থা দেখতে পারবেন।

গতির উপর ভিত্তি করে চারটি শ্রেণি দেখানো হবে। এর একটি হলো ‘স্লো’ বা ধীর গতি। এই নেটওয়ার্ক ব্যবহার করে গ্রাহক ওয়াই-ফাই কলিং বা বার্তা দিতে পারবেন।

আরেকটি শ্রেণি দেখানো হবে ‘ওকে’। এই নেটওয়ার্কে গ্রাহক ওয়েব ব্রাউজিং, সামাজিক মাধ্যম ব্যবহার এবং মিউজিক স্ট্রিম করতে পারেবন।

এছাড়া ‘ফাস্ট’ নেটওয়ার্কে বেশির ভাগ ভিডিও স্ট্রিম করতে পারবেন গ্রাহক। আর ‘ভেরি ফাস্ট’ নেটওয়ার্কে উচ্চমানের ভিডিও স্ট্রিম করা যাবে।

যেসব গ্রাহক নেটওয়ার্কের গতি দেখতে চান না তারা সেটিংস থেকে অপশনটি বন্ধ করে রাখতে পারবেন বলে জানানো হয়েছে।