সময়ের নতুন একক ‘ফ্লিক’

ডিজিটাল অডিও আর ভিডিও’র গতির মাপতে ফ্লিক নামে সময়ের নতুন এক একক এনেছে ফেইসবুক-এর ভার্চুয়াল রিয়ালিটি বিভাগ।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Jan 2018, 12:42 PM
Updated : 23 Jan 2018, 07:00 PM

উন্মুক্ত সফটওয়্যারগুলোর ডেভেলপারদের ব্যবহৃত এক অনলাইন ফোরামে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটি এ তথ্য জানায়। এর ব্যাখ্যায় প্রতিষ্ঠানটি ফ্লিক-এর ব্যাখ্যায় বলেছে- “সময়ের একটি একক, এক ন্যানোসেকেন্ডের চেয়ে একটু বেশি যা সঠিকভাবে মিডিয়া ফ্রেইম রেইট আর স্যামপ্লিং ফ্রিকোয়েন্সি ভাগ করতে পারবে।” এই ক্ষেত্রে ‘স্যামপ্লিং ফ্রিকোয়েন্সি বলতে কোনো শব্দে প্রতি সেকেন্ডে যত সংখ্যক নমুনা পাওয়া যায় তাকে বোঝায়।

ফ্লিক-এর একজন উদ্ভাবক হচ্ছেন ক্রিস্টোফার হোরভাথ। তিনি ফেইসবুকের স্টোরিও স্টুডিও’র সাবেক স্থপতি। ২০১৭ সালের মে মাসে তিনি এই কাজ ছেড়ে দেন আর ওই মাসের শেষে ফেইসবুকের সামাজিক ভার্চুয়াল রিয়ালিটি ইউনিট-এ যোগ দেন- ফেইসবুক অধীনস্থ ভার্চুয়াল রিয়ালিটি প্রতিষ্ঠান অকুলাস-এর এক প্রতিনিধি এ তথ্য জানিয়েছে বলে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদনে উল্লেখ করা হয়।

২০১৭ সালে ফেইসবুক স্টোরি স্টুডিও বন্ধ করে দেয়। এই স্টুডিও ভিআর প্রতিষ্ঠান ‘ডিয়ার অ্যাঞ্জেলিকা’-এর জন্য এমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল। এর আগে তিনি ‘হেনরি’ নামের এক অকুলাস ফিল্ম-এর জন্য এমি জিতেছিলেন।

ফেইসবুকের তথ্যমতে, “ফ্লিক হচ্ছে ন্যানোসেকেন্ডের চেয়ে বড় সময়ের সবচেয়ে ছোট একক।”