বাংলালিংক আনলো ‘ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট’ সেবা

নিজেদের ‘হেলথলিংক ৭৮৯’ সার্ভিসে ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট সুবিধা যুক্ত করেছে বাংলালিংক।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2018, 12:33 PM
Updated : 21 Jan 2018, 12:33 PM

‘ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট’ নামের নতুন এই সেবার মাধ্যমে বাংলালিংক গ্রাহকরা ফোন কলের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকদের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন বলে জানিয়েছে বাংলালিংক।

বাংলালিংক নম্বর থেকে ৭৮৯ ডায়াল করে এই সেবা পাওয়া যাবে। ফোন কলের মাধ্যমে স্বাস্থ্যসেবাদাতারা গ্রাহকদের প্রাথমিক স্বাস্থ্য পরামর্শ দেওয়ার পাশাপাশি তাদের শারীরিক অবস্থা ও অবস্থানের ভিত্তিতে চিকিৎসকদের অ্যাপয়েন্টমেন্ট দেবেন।

সপ্তাহের ৭ দিন ২৪ ঘন্টাই চালু থাকবে এই সেবা। আর এ সেবা নিতে গ্রাহকদের প্রতি মিনিটে গুণতে হবে পাঁচ টাকা।

প্রতিষ্ঠানটির প্রধান ডিজিটাল কর্মকর্তা সঞ্জয় ভাগাসিয়া বলেন, “বাংলালিংকের ডিজিটাল স্বাস্থ্যসেবা চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। প্রয়োজনের মুহূর্তে সার্ভিসটি গ্রাহকদের স্বাস্থ্যগত সমস্যার সমাধানে সাহায্য করবে।”