সোফি’র ‘প্রধান হচ্ছেন’ টুইটার সিওও

অনলাইন ঋণ সেবাদাতা প্রতিষ্ঠান সোশাল ফিনান্স (সোফি)-এর শীর্ষপদে যোগ দিতে আলোচনা চালাচ্ছেন টুইটার-এর প্রধান পরিচালন কর্মকর্তা অ্যান্থনি নটো।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2018, 12:09 PM
Updated : 21 Jan 2018, 12:09 PM

ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্র শনিবার এ তথ্য জানিয়েছে বলে খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি।

যৌন হয়রানির এক মামলার পর থেকে নতুন প্রধান নির্বাহীর সন্ধান চালাচ্ছে সোফি। এবার সেই সন্ধান শেষ হতে যাচ্ছে বলেই উল্লেখ করা হয় সংবাদমাধ্যমটির প্রতিবেদনে।

এ নিয়ে এখনও কোনো শর্ত বা চূড়ান্ত সিদ্ধান্ত ঠিক করা না হলেও, এ নিয়ে দেওয়া প্রস্তাবের সময় বর্ধিত করা হয়েছে। সামনের কয়েকদিনের মধ্যেই নিয়ে ঘোষণা আসতে পারে। ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল সর্বপ্রথম এই খবর প্রকাশ করে।

২০১৭ সালে সিলিকন ভ্যালির শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে যৌন হয়রানির কারণে যেগুলোর মর্যাদাহানি ঘটেছে সেগুলোর মধ্যে সোফি একটি। অনেকগুলো যৌন কেলেঙ্কারির মুখে সে বছর সোফি’র প্রধান নির্বাহী মাইক ক্যাগনে পদত্যাগ করেন।

এ নিয়ে সোফি’র এক প্রতিনিধি সিএনবিসি’র কাছে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি প্রকাশ করেছেন।