‘বিদ্যুৎ আর আগুনের চেয়েও এআই গুরুত্বপূর্ণ’

বর্তমানে মানুষ যা যা নিয়ে কাজ করছে সেগুলোর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ওয়েব জায়ান্ট গুগল প্রধান সুন্দার পিচাই। সেইসঙ্গে এআই-এর গুরুত্ব বোঝাতে গিয়ে একে মৌলিক উপযোগগুলোর সঙ্গে তুলনা করেছেন তিনি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2018, 12:06 PM
Updated : 21 Jan 2018, 12:06 PM

এক টেলিভিশন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন বলে প্রযুক্তি সাইট ভার্জ-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়।

পিচাই বলেন, এআই হচ্ছে “বর্তমানে মানুষ যা যা নিয়ে কাজ করছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি। বিদ্যুৎ বা আগুনের চেয়েও, আমি জানি না, এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ।” সেই সঙ্গে তিনি আরও বলেন, মানুষ মানবসভ্যতার উপকারে আগুন কাজে লাগানো শিখেছে, কিন্তু এর ক্ষতিকর বিষয়গুলোও ঠেকানো উচিৎ। এআই জলবায়ু পরিবর্তনের সমস্যাগুলো ঠেকাতে বা ক্যান্সার প্রতিকারে অবদান রাখতে পারে বলেও মত দেন তিনি।

অনুষ্ঠানের উপস্থাপক এআই-এর কারণে মানুষের কর্মস্থল কমে যাওয়ার শঙ্কা নিয়ে প্রসংগ তুললে এ নিয়ে মানুষের উদ্বিগ্ন হওয়ার অধিকার আছে বলে মন্তব্য করেন। তবে তারপরও প্রযুক্তিগত সুবিধার কথা বিবেচনা করতে বলেন তিনি।

“ইতিহাস থেকে দেখা যায় যেসব দেশ পেছনের দিকে টেনেছে তারা সুযোগগুলো নিয়ে ভালো কিছু করেনি। তাই আমাদের পরিবর্তনকে স্বাগত জানাতে হবে।”