কর্মী ছাঁটাইয়ে স্ন্যাপ

ব্যবসায়িক দিক থেকে নড়বড়ে অবস্থার মধ্যে কর্মী ছাঁটাই করেছে ছবি শেয়ারিং প্লাটফর্ম স্ন্যাপচ্যাটের মূল প্রতিষ্ঠান স্ন্যাপ।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2018, 10:56 AM
Updated : 20 Jan 2018, 10:56 AM

ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়, প্রতিষ্ঠান থেকে দুই ডজন কর্মীকে চাকুরিচ্যুত করা হয়েছে।

যেসব কর্মীকে চাকুরিচ্যুত করা হয়েছে তাদের বেশির ভাগই সম্পাদক। প্রতিষ্ঠানের বিভিন্ন  বিভাগে কনটেন্ট সম্পাদনার কাজ করতেন তারা।

শুক্রবার প্রযুক্তিবিষয়ক সাইট শেডার-এর প্রতিবেদনে বলা হয়, “স্ন্যাপ-এর কনটেন্ট বিভাগ থেকেই বেশির ভাগ কর্মী ছাঁটাই করা হয়েছে, যারা গ্রাহকের দেওয়া ব্রেকিং নিউজ ভিডিও এবং অন্যান্য ইভেন্ট পর্যালোচনা করতেন।”

অ্যাপটির জন্য আসল কনটেন্ট তৈরি করতে এনবিসি এবং বাজফিড-সহ ৭০টির বেশি প্রকাশকের সঙ্গে কাজ করতো এই কনটেন্ট বিভাগটি।

শেডার-এর প্রতিবেদনে আরও বলা হয়, “নিউ ইয়র্ক ও লন্ডনের কিছু কর্মীকে লস অ্যাঞ্জেলেস-এর প্রধান কার্যালয়ে যোগ দিতে বলা হয়েছে এবং স্ন্যাপ-এর প্রকৌশলী ও অংশীদার দল থেকেও কিছু কর্মী ছাঁটাই করা হয়েছে।”

আগের বছর সেপ্টেম্বর থেকে ৩০ জনের মতো কর্মী ছাঁটাই করেছে স্ন্যাপ। প্রতিষ্ঠানের মন্দার মাঝে আয় বাড়াতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।