অ্যান্ড্রয়েডে পুরো অ্যালেক্সা আনছে অ্যামাজন

অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য ভয়েস অ্যাসিস্টেন্ট সেবা অ্যালেক্সা’র পরিপূর্ণ ক্ষমতা উন্মুক্ত করছে অ্যামাজন।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2018, 10:49 AM
Updated : 20 Jan 2018, 10:49 AM

অ্যালেক্সা অ্যাপে আপডেট আনতে যাচ্ছে মার্কিন ই-কমার্স জায়ান্ট প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে অ্যান্ড্রয়েড ডিভাইসে পুরোদমে কাজ করবে অ্যামাজনের এআই অ্যাসিস্টেন্ট, বলা হয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ-এর প্রতিবেদনে।

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে অ্যালেক্সা যোগ করতে এর আগেও কাজ করেছে অ্যামাজন। কিন্তু খুব কম সংখ্যক ডিভাইসেই বর্তমানে অ্যালেক্সা রয়েছে। এর মধ্যে হুয়াওয়ে মেইট ৯ ও মোটোরলা মোটো এক্স৪ রয়েছে।

এবার অ্যাপের মধ্যে পুরো অ্যালেক্সা আনা হলে সব অ্যান্ড্রয়েড ডিভাইসেই এই সেবা পাওয়া যাবে। এর আগে অ্যালেক্সা অ্যাপ দিয়ে শুধু অন্য ডিভাইসের অ্যামাজন অ্যাসিস্টেন্ট নিয়ন্ত্রণ করা যেত।

আন্ড্রয়েড পুলিশ-এর প্রতিবেদনে বলা হয়, অ্যাপটি বন্ধ থাকলে তা অ্যালেক্সা কমান্ড শুনতে পারবে না। তাই এটি ব্যবহার করতে হলে গ্রাহককে প্রতিবার অ্যাপটি চালু করতে হবে, যা অনেকের বিরক্তির কারণ হতে পারে।

কয়েকদিনের মধ্যে অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য নতুন আপডেট আনা হবে। আর পরবর্তীতে অ্যাপটির একটি আইওএস সংস্করণও উন্মোচন করা হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।