এলো হোয়াটসঅ্যাপ বিজনেস
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jan 2018 12:49 AM BdST Updated: 20 Jan 2018 12:49 AM BdST
-
ছবি- রয়টার্স
ক্ষুদ্র ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে কর্মীদের যোগাযোগের জন্য ‘হোয়াটসঅ্যাপ বিজনেস’ চালু করেছে ফেইসবুক মালিকানাধীন চ্যাটিং অ্যাপটি।
অ্যাপটির মাধ্যমে গ্রাহকের সঙ্গে আরও সহজে যুক্ত হতে পারবে প্রতিষ্ঠানগুলো। আর প্রতিষ্ঠানের ১৩০ কোটি গ্রাহক আরও সুবিধাজনকভাবে এতে আলাপ করতে পারেবন বলে প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস।
বৃহস্পতিবার নতুন এই অ্যাপটি উন্মোচন করে হোয়াটসঅ্যাপ।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “বিশ্বজুড়ে গ্রাহক ক্ষুদ্র ব্যবসায়িক প্রতিষ্ঠান, যেগুলোর তারা কদর করেন, সেগুলোর সঙ্গে যুক্ত হতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। ভারতে অনলাইন পোশাক প্রতিষ্ঠান থেকে শুরু করে ব্রাজিলের গাড়ির যন্ত্রাংশ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রয়েছে এই তালিকায়।”
প্রতিষ্ঠানটি আরও জানায়, “বর্তমানে ইন্দোনেশিয়া, ইতালি, মেক্সিকো, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রে গুগল প্লে থেকে থেকে বিনামূল্যে ‘হোয়াটসঅ্যাপ বিজনেস’ ডাউনলোড করা যাচ্ছে। সামনের সপ্তাহগুলোতে অন্যান্য দেশেও অ্যাপটি উন্মুক্ত করা হবে।”
“হোয়াটঅ্যাপ বিজনেস দ্রুত ও সহজ উপায়ে গ্রাহককে ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে সহায়তা করবে।”
ব্যবসায়ের বিবরণ, ইমেইল বা স্টোরের ঠিকানা এবং ওয়েবসাইটের মতো প্রয়োজনীয় তথ্য দিয়ে গ্রাহককে সহায়তা করবে অ্যাপটি।
এ ছাড়া অ্যাপটির মাধ্যমে গ্রাহকের প্রশ্নের দ্রুত জবাব দিতে পারবে প্রতিষ্ঠানগুলো।
“গ্রাহক জানবেন যে তারা একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলছেন, কারণ এগুলো ব্যবসায়িক অ্যাকাউন্ট হিসেবে নিবন্ধন করা হবে।”-- বলেছে হোয়াটসঅ্যাপ।
-
ইনস্টাগ্রামে পোস্ট মোছার জন্য ‘ঘুষ সেধেছিল ইরান’
-
অবশেষে কপি, পেস্ট শর্টকাট আসছে গুগল ড্রাইভে
-
টুইটারের বিনিয়োগকারীর মামলা মাস্কের বিরুদ্ধে
-
গোপনতা নীতিমালায় পরিবর্তন আনছে মেটা
-
মিথ্যাচারের মামলায় ১৫ কোটি ডলার জরিমানা দেবে টুইটার
-
ব্রেক্সিটের ইমেইল ফাঁস করেছে রুশ হ্যাকাররা: গুগল
-
২০ জনপ্রিয় গেইম আনছে সনির ‘প্লেস্টেশন ভিআর২’
-
মেটাভার্সে মানবাধিকার লঙ্ঘন নিয়ে তদন্ত চায় না মেটা
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- হতাশাজনক ব্যাটিংয়ে হেরে গেল বাংলাদেশ
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- টিভি সূচি (শুক্রবার, ২৭ মে ২০২২)
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রস্তাবে চীন, রাশিয়ার ভিটো
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!