ইয়ট কিনলেন জাকারবার্গ!

ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ একটি প্রমোদতরী কিনেছেন বলে খবর চাউর হয়েছে। অবশ্য এটি মিথ্যা দাবী করেছেন তার এক মুখপাত্র।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2018, 06:46 PM
Updated : 19 Jan 2018, 06:46 PM

সম্প্রতি হারিয়েট ডেইলি নিউজ-এর এক প্রতিবেদনে বলা হয়, ১৫ কোটি মার্কিন ডলারে মোনাকো-তে একটি বিলাসবহুল ইয়ট কিনেছেন জাকারবার্গ। আগের বছর সেপ্টেম্বরে গোপনে এই ইয়টটি কেনেন তিনি।

প্রতিবেদনের এমন তথ্য মিথ্যা দাবী করেছেন ফেইসবুক প্রধানের মুখপাত্র। তিনি বলেন, “মার্ক ইয়ট কিনেছেন এমন প্রতিবেদন সঠিক নয় কারণ তিনি কোনো ইয়ট কেনেননি।”

হারিয়েট ডেইলি’র প্রতিবেদনে বলা হয় জাকারবার্গ যে বিলাসবহুল ইয়টটি কিনেছেন তার নাম ‘ইউলাইসেস’। ১০৭ মিটার দৈর্ঘ্যের এই ইয়টে কয়েক ডজন কামরা রয়েছে। ৮৫০০ নটিক্যাল মাইল যাত্রা করতে পারবে এটি-- খবর প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ-এর।

আগের বছর সেপ্টেম্বরে গ্র্যাম হার্ট নামের এক ধনকুবেরর কাছ থেকে ইয়টটি কেনা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।