লেখা দেখেই ছবি আঁকবে মাইক্রোসফটের বট

খুব ভালোভাবে লেখা পড়বে, এরপর সেখান থেকে ক্যাপশনের মতো শব্দগুলো দেখে নিজেই বর্ণনা বানাবের আর সে অনুযায়ী ছবি আঁকবে- এমন এক বট বানাচ্ছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2018, 09:54 AM
Updated : 19 Jan 2018, 09:54 AM

মানুষের দেওয়া বর্ণনায় কোনো তথ্যের ঘাটতি থাকলেও পুরো ছবি আঁকতে সক্ষম এই বট। এর মানে হছে এই কৃত্রিম বুদ্ধিমত্তার কৃত্রিম কল্পনারও ক্ষমতা রয়েছে- বলা হয়েছে রয়টার্স-এর প্রতিবেদনে।

বৃহস্পতিবার মাইক্রোসফট-এর গবেষণাগার-এর শিয়াওডং হি বলেন, “আপনি যদি বিংয়ে যান আর কোনো পাখির জন্য সার্চ করেন তবে আপনি একটি পাখির ছবি পাবেন। কিন্তু এখানে ছবিগুলো কম্পিউটারের বানানো, পিক্সেল হিসেব করে। এই পাখিগুলো বাস্তব দুনিয়ায় হয়তো নেই- এগুলো শুধুই আমাদের কম্পিউটারের কল্পনা করা পাখিগুলো থেকে আসা।”

এই বট-এ ব্যবহার করা মূল প্রযুক্তি ‘জেনারেটিভ অ্যাডভারসারিয়াল নেটওয়ার্ক’ বা জিএএন নামে পরিচিত। এই প্রযুক্তি নেটওয়ার্কে দুটি মেশিন লার্নিং মডেল ব্যবহার করা হয়েছে- একটি বর্ণনা থেকে ছবি বানাবে আর অন্যটি লিখিত বর্ণনা যাচাই করবে।

গবেষকরা বলেছেন, টেক্সট থেকে ছবি বানানোর এই প্রযুক্তি বাস্তব জীবনে অনেকটা স্কেচ সহকারী হিসেবে ব্যবহৃত হতে পারে।