ইরানে ফিরলো টেলিগ্রাম

ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ টেলিগ্রামের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইরান।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2018, 08:54 AM
Updated : 15 Jan 2018, 08:54 AM

২০১৭ সালের ডিসেম্বরে দেশটিতে ছড়িয়ে পড়া সরকারবিরোধী আন্দোলনে অ্যাপটি সহায়তা করছে বলে অভিযোগ তোলে ইরান সরকার। এরপর অ্যাপটির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। শনিবার রাতে ওই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে , ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএন’র বরাতে এ খবর প্রকাশ করেছে আইএএনএস।

এখন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) বা সরকারি ফিল্টার এড়াতে ব্যবহৃত অন্য যে কোনো টুল ছাড়াই নিজেদের মোবাইল ডিভাইসে অ্যাপটি ব্যবহার করতে পারবেন দেশটির অধিবাসীরা।

টেলিগ্রাম ইরানে খুবই জনপ্রিয় একটি অ্যাপ, দেশটির আট কোটি জনগণের অর্ধেকেরও বেশি মানুষ এই অ্যাপে সক্রিয় বলে প্রতিবেদনে জানানো হয়। এই নিষেধাজ্ঞা জারির সময় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী পাভেল দুরোভ এক টুইটে বলেন, “শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমগুলো’ বন্ধে ইরান সরকারের আহ্বান তার প্রতিষ্ঠান প্রত্যাখ্যান করে দেওয়ার পর এই পদক্ষেপ নিয়েছে সরকার।

সে সময় টেলিগ্রামের সঙ্গে ফেইসবুক অধীনস্থ ছবি শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামের উপরও ‘সাময়িক’ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

আরও খবর-