স্ক্রিনের ভেতরেই কাজ করবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার

স্ক্রিনের ভেতরেই লুকানো থাকবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এমন স্মার্টফোন উন্মোচন করেছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ভিভো।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Jan 2018, 08:32 AM
Updated : 12 Jan 2018, 08:32 AM

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে চলতে থাকা ভোক্তা পণ্য প্রদর্শনী সিইএস ২০১৮-তে এই স্ক্যানার দেখানো হয়েছে।

ভিভো’র নিয়ে আসা এই ফিচার প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর কাছে ‘চ্যালেঞ্জ’ হিসেবেই ছিল বলে উল্লেখ করা হয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদনে।

স্ক্রিনের ভেতরে থাকা এই স্ক্যানার ডিভাইস আনলক করতে ব্যবহারকারীর আঙ্গুলের ছাপ শনাক্ত করতে পারে। এক্ষেত্রে স্ক্রিনে আলাদা জায়গার দরকার নেই। স্মার্টফোন স্ক্রিনের নিচে এই স্ক্যানার দিলে তাতে স্ক্রিনের জায়গা হারাতে হয়, ভিভো’র এই স্ক্যানারের বদৌলতে এখন বাড়তি জায়গা পাওয়া যাবে স্ক্রিনের জন্য।  

মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের সর্বশেষ আইফোন X-এ ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সরিয়ে ফেইস আইডি ফিচার আনা হয়েছে। ফেইস আইডি ব্যবহারকারীর চেহারা শনাক্ত করে ফোন আনলক করে থাকে।

গুগলের পিক্সেল ২ স্মার্টফোনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার স্ক্রিনের নিচ থেকে সরিয়ে স্মার্টফোনের পেছনে নিয়ে যাওয়া হয়েছে। এর ফলে সামনের পর্দা হয়েছে আরও বড়।