চীনে খুলছে অ্যাপলের ডেটা সেন্টার

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি চালু হচ্ছে চীনে অ্যাপলের প্রথম ডেটা সেন্টার।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Jan 2018, 01:28 PM
Updated : 10 Jan 2018, 01:28 PM

দেশটিতে প্রতিষ্ঠানের স্বচ্ছতা বাড়ানোর লক্ষ্যেই ডেটা সেন্টারটি চালু করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এর মাধ্যমে চীনে অ্যাপলের বন্ধ সেবাগুলোও পুনরায় চালু করার প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি, বলা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে।

বুধবার আনুষ্ঠানিকভাবে ডেটা সেন্টারটি চালু করার তারিখ ঘোষণা করেছে অ্যাপল। এটি চালু হলে দেশটির অ্যাপল গ্রাহকরা আইক্লাউড অ্যাকাউন্টে ছবি, ডকুমেন্টস বা ব্যক্তিগত তথ্য আপলোড করলে তা দক্ষিণ-পশ্চিম চীনের গুইঝৌ অঞ্চলের ডেটা সেন্টারেই জমা থাকবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বুধবার থেকে চীনা আইক্লাউড গ্রাহকদের বিষয়টি জানাতে শুরু করবে অ্যাপল। চীনা গ্রাহকদের ডেটা স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তর করে নতুন ডেটাবেইজে আপলোড করা হবে বলে জানানো হয়েছে। এতে দেশটির গ্রাহকরা আরও নিরাপদ ও দ্রুতগতির সেবা পাবেন।

আগের বছর জুলাইতে চীনে ডেটা সেন্টারটি তৈরির ঘোষণা দেয় অ্যাপল। এতে বিনিয়োগের পরিমাণ বলা হয় একশ’ কোটি মার্কিন ডলার।

চীনে ডেটা সেন্টার চালু করতে একই ধরনের চুক্তি করেছে অ্যামাজন, মাইক্রোসফটসহ অন্যান্য বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।