ফটোগ্রাফারদের ভার্চুয়াল মুদ্রা আনলো কোডাক

ক্রিপ্টোকারেন্সি খাতে প্রবেশ করেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান কোডাক। ক্যামেরা বাজারে এক সময় আধিপত্য বজায় রাখা প্রতিষ্ঠানটির এমন পদক্ষেপের খবর প্রকাশ হওয়ার পর মঙ্গলবার এর শেয়ারমূল্য দ্বিগুণ ছাড়িয়ে যায়।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Jan 2018, 12:13 PM
Updated : 10 Jan 2018, 12:13 PM

নিউ ইয়র্কভিত্তিক প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে বলেছে, তারা ফটোগ্রাফারদের জন্য ‘কোডাককয়েন’ নামের একটি ক্রিপ্টোকারেন্সি চালু করেছে। ওয়েন ডিজিটাল-এর সঙ্গে মিলে ছবির সত্ত্বাধিকার ব্যবস্থাপনা প্লাটফর্ম ‘কোডাকওয়ান’ বানিয়েছিল কোডাক। এই প্লাটফর্মের অংশ হিসেবেই এই ক্রিপ্টোকারেন্সি চালু করা হলো। 

বিটকয়েন আর অন্যান্য ডিজিটাল বা ভার্চুয়াল মুদ্রার মতো এই প্লাটফর্মও ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করে।

কোডাক-এর নতুন এই যাত্রার পদক্ষেপ প্রকাশের পর এর শেয়ারমূল্য বাড়তে শুরু করে। বাড়তে বাড়তে এক পর্যায়ে প্রতি শেয়ারের মূল্য ৬.৬৫ ডলার পর্যন্ত হয়। যদিও রয়টার্স-এর প্রতিবেদনে সর্বশেষ মূল্য বলা হয় ৫.৯৫ ডলার, যা আগের চেয়ে ৯২ শতাংশ বেশি। 

কোডাক-এর পক্ষ থেকে বলা হয়, “কোডাকওয়ান ফটোগ্রাফারদের শুধু তাদের কাজের লাইসেন্স করা ও কাজের পারিশ্রমিক দ্রুত পাওয়ার সুযোগই দেয় না, সেই সঙ্গে তাদের তোলা ছবি অননুমোদিতভাবে ব্যবহার করা হয় কিনা তা নিয়ে ইন্টারনেটে সন্ধানও চালায়।