শিয়াওমি’র সঙ্গে কাজ করবে অকুলাস

ভার্চুয়াল রিয়ালিটি বা ভিআর হেডসেট নিয়ে স্মার্টফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠান শিয়াওমি;র সঙ্গে চুক্তি করছে অকুলাস, সোমবার এই তথ্য জানায় বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যম ফেইসবুক অধীনস্থ ভিআর পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি। 

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Jan 2018, 12:42 PM
Updated : 9 Jan 2018, 12:42 PM

চীনা বাজারের দিকে লক্ষ্য রেখে একটি পণ্যের নতুন সংস্করণ আনা হবে বলেও জানিয়েছে অকুলাস, খবর রয়টার্স-এর।

অকুলাস-এর পক্ষ থেকে বলা হয়, নতুন অকুলাস গো হেডসেট-এর জন্য শিয়াওমি তাদের হার্ডওয়্যার অংশীদার হবে। এর আগে ২০১৭ সালের অক্টোবরে এ নিয়ে ঘোষণা দিয়েছিল অকুলাস। অকুলাস-এর প্রযুক্তি ব্যবহার করে চীনের জন্য বিশেষায়িত ‘মি ভিআর হেডসেট’ও বানানো হবে।

২০১৪ সালে অকুলাস-কে কিনে নেয় ফেইসবুক। ভিআর হেডসেট নির্মাতা প্রতিষ্ঠানটি আরও জানায়, তারা চিপ নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকম-এর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে আর নিজেদের মোবাইল ভিআর হেডসেট-এর জন্য তারা কোয়ালকম-এর স্ন্যাপড্রাগন ৮২১ চিপসেট ব্যবহার করছে।

২০১৮ সালের শুরুতে অকুলাস গো বের করার কথা রয়েছে, এর দাম শুরু হবে ১৯৯ ডলার থেকে।