ইনটেল প্রসেসরে এএমডি গ্রাফিক্স

এএমডি’র রেডিওন গ্রাফিক্সযুক্ত নতুন প্রসেসর উন্মোচন করেছে ইনটেল।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Jan 2018, 10:12 AM
Updated : 8 Jan 2018, 10:12 AM

প্রসেসর তৈরিতে দীর্ঘদিন ধরেই প্রতিদ্বন্দ্বীতা করে আসছে ইনটেল ও এএমডি। কিন্তু ২০১৭ সালের নভেম্বরে প্রতিষ্ঠান দু’টি ঘোষণা করে ল্যাপটপ প্রসেসর তৈরিতে জোট বাঁধবে তারা।

এই জোটেরই প্রথম পণ্য উন্মোচন করা হয়েছে সিইএস ২০৮-তে। ইনটেল কোর আই৫ ও কোর আই৭ প্রসেসরে ব্যবহার করা হয়েছে এএমডি রেডিওন আরএক্স ভেগা এম জিপিইউ। প্রসেসর ও জিপিউয়ের পাশাপাশি চিপগুলোতে রয়েছে অনবোর্ড চার জিবি এইচএমবি২ ভির‍্যাম-- খবর প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ-এর।

ইনটেল-এর দাবি, নতুন এই চিপ ল্যাপটপের ভেতরের জায়গা ব্যাপকভাবে বাড়াবে এবং ব্যাটারি আরও দীর্ঘস্থায়ী করবে।

ইনটেল-এর অষ্টম প্রজন্মের এইচ-সিরিজের অংশ হিসেবে নতুন চিপগুলো আনা হয়েছে। ল্যাপটপের জন্য এটি হবে প্রতিষ্ঠানের সবচেয়ে শক্তিশালী প্রসেসর। উচ্চমানের গেইমিং ও পেশাদার ল্যাপটপগুলোতে এই চিপ ব্যবহার করা হবে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিষ্ঠানটি আরও দাবি করেছে, ইনটেল কোর আই৭ ও এনভিডিয়া জিটিএক্স ৯৫০এম জিপিউযুক্ত তিন বছর পুরানো ল্যাপটপের চেয়ে এই প্রসেসরে গেইম আরও দুই বা তিনগুণ বেশি দ্রুত গতিতে চলবে।

নতুন প্রসেসরযুক্ত কোনো ল্যাপটপ এখনও উন্মোচন করেনি তাদের অংশীদার প্রতিষ্ঠানগুলো।