এলো সিম্ফনি পি৯ প্লাস

দেশের বাজারে এলো সিম্ফনি’র নতুন স্মার্টফোন ‘সিম্ফনি পি৯ প্লাস’। সেলফিপ্রেমিদের লক্ষ্য করে এই স্মার্টফোন আনা হয়েছে বলে দাবি নির্মাতাদের।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Jan 2018, 02:47 PM
Updated : 7 Jan 2018, 02:47 PM

এই স্মার্টফোনে রাখা হয়েছে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং সেলফি স্পটলাইট এবং এর সঙ্গে আছে ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ডুয়েল টোন ব্যাক ফ্ল্যাশ। স্মার্টফোনটির পেছনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়েও ছবি তোলা যাবে। 

অ্যান্ড্রয়েড নুগাট ৭.০ অপারেটিং সিস্টেম-এর সঙ্গে এতে আছে ৫.৫ ইঞ্চি ২.৫ডি কার্ভড ফুল এইচডি আইপিএস ডিসপ্লে, যার পিপিআই ৪০১। এক ডিসপ্লেতেই দুটি অ্যাপ একসঙ্গে ব্যবহার করা যাবে এতে।

ছবি- সিম্ফনি পি৯ প্লাস

এতে ব্যবহার করা হয়েছে ৬৪বিটের অক্টাকোর প্রসেসর, যা ১.৩ গিগাহার্টজ পর্যন্ত সমর্থন করে। রয়েছে ৩ জিবি র‍্যাম এবং ৩২জিবি রম। মেমোরি কার্ডের মাধ্যমে ৬৪ জিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানোর সুবিধা রাখা হয়েছে। এতে ডুয়াল সিমের পাশাপাশি এবং মেমোরি কার্ডের জন্য আলাদা আলাদা স্লট দেওয়া হয়েছে।

নতুন স্মার্টফোনটিতে আছে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার-এর লি-পলিমার ব্যাটারি।

হ্যান্ডসেটটির নিরাপত্তা নিশ্চিত করার জন্য দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এতে মেটাল ব্যাক কাভার দেওয়া হয়েছে।

কালো এবং সোনালি রঙে সিম্ফনির শো-রুমে এই স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে। দাম রাখা হয়েছে ১৩,৪৯০ টাকা।