উবার থেকে শেয়ার বেচেছেন কালানিক 

অ্যাপভিত্তিক পরিবহন সেবাদাতা প্রতিষ্ঠান উবারে নিজের মালিকানায় থাকা শেয়ারের ২৯ শতাংশ বিক্রি করে দিচ্ছেন প্রতিষ্ঠানটির সাবেক প্রধান নির্বাহী ট্রাভিস কালানিক। ১৪০ কোটি ডলার মূল্যে তিনি এই শেয়ার বিক্রি করছেন বলে ব্লুমবার্গ-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Jan 2018, 06:37 PM
Updated : 5 Jan 2018, 06:37 PM

এর আগে উবার থেকে কালানিক নিজের কোনো শেয়ার বিক্রি করেননি বলে জানানো হয়েছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন প্রকাশনা বিজনেস ইনসাইডার-এর প্রতিবেদনে। জাপানের প্রযুক্তি প্রতিষ্ঠান সফটব্যাংক-এর কাছে এই শেয়ার বিক্রি করছেন।

সম্প্রতি সফটব্যাংক ৩০ শতাংশ ছাড়ে উবারের ১৫ শতাংশ শেয়ার কিনে নেয়, এ চুক্তির ক্ষেত্রে উবারের বাজারমূল্য ধরা হয়েছিল ৪৮০০ কোটি ডলার।  

সফটব্যাংকের কেনা অধিকাংশ শেয়ারই উবারের শুরুর দিকের বিনিয়োগকারী আর কর্মীদের কাছ থেকে কেনা খবর বের হয়েছিল। তাদের মধ্যে যে কালানিকও ছিলেন তা এবার জানা গেল।

২০১৭ সালের জুনের কালানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা কেলেঙ্কারি আর অভিযোগের মুখে পদত্যাগ করেন। তারপর অগাস্টে উবারের প্রধান নির্বাহী দায়িত্ব নেন দারা খসরোশাহী।