ভারতে একদিনে ২০০০ কোটি হোয়াটসঅ্যাপ বার্তা

ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানাতে হোয়াটসঅ্যাপ-এ রেকর্ড পরিমাণ বার্তা আদান প্রদান করেছেন ভারতীয় গ্রাহকরা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Jan 2018, 12:15 PM
Updated : 4 Jan 2018, 12:15 PM

বৃহস্পতিবার ফেইসবুক মালিকানাধীন চ্যাটিং মেসেঞ্জারটি জানায়, এদিন হোয়াটসঅ্যাপে দুই হাজার কোটি বার্তা আদান প্রদান করা হয়েছে ভারত থেকে। ৩১ ডিসেম্বর মধ্যরাত ১২টা হতে পরের দিন রাত  ১১.৫৯ মিনিটের মধ্যে এই বার্তাগুলো দেওয়া হয়-- খবর ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর।

এক বিবৃতিতে হোয়াটসঅ্যাপ জানায়, “নতুন বছরের আগের দিন ছিল হোয়াটসঅ্যাপ-এর সবচেয়ে বড় মেসেজিং ডে, যা প্রতিষ্ঠানের সফল একটি বছর শেষ করেছে। এর মধ্যে অনেকগুলো নতুন ফিচারও অন্তর্ভুক্ত।”

২০১৭ সালে নতুন বছরের শুভেচ্ছা জানাতে ১৪০০ কোটি বার্তা আদান প্রদান করেছিলেন ভারতীয় গ্রাহকরা।

বর্তমানে ৩০ কোটি দৈনিক সক্রিয় গ্রাহক রয়েছে হোয়াটসঅ্যাপ-এর। আর ভারতে মাসিক সক্রিয় গ্রাহকের সংখ্যা ২০ কোটির বেশি।

নতুন বছরের আগের দিন বিশ্ব জুড়েই নতুন রেকর্ড গড়েছে হোয়াটসঅ্যাপ। এদিন প্লাটফর্মটিতে মোটা বার্তা পাঠানো হয়েছে সড়ে সাত হাজার কোটি। এর মধ্যে ১৩০০ কোটি ছবি এবং ৫০০ কোটি ভিডিও পাঠানো হয়েছে।