অটোপাইলট গাড়ির পরীক্ষা চালাচ্ছে বেইজিং

অটোপাইলট যানের পরীক্ষা চালাতে একটি কেন্দ্র উন্মোচন করেছে বেইজিং।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Dec 2017, 10:15 AM
Updated : 31 Dec 2017, 10:15 AM

চীনা রাজধানীর শানয়াই জেলায় অলিম্পিক রাউয়িং-ক্যানোয়িং পার্ক-এ পরীক্ষা কেন্দ্রটি চালু করা হয়েছে বলে জানিয়েছে জেলা কর্তৃপক্ষ-- খবর আইএএনএস-এর।

সাত কিলোমিটারের পরীক্ষামূলক রাস্তা রয়েছে পার্কটিতে। আর এতে যাতায়াতের জন্য ট্রাফিক বাতি ও রাস্তার চিহ্নের মতো আধুনিক পরিবহন ব্যবস্থাগুলো রয়েছে।

পর্যটকরা এই পার্কে গাড়িগুলোতে চড়তে পারবেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

অটোপাইলট গাড়ি বলতে স্বচালিত গাড়ি বোঝায় না। এর আগে টেসলা গাড়িতে অটোপাইলট ফিচার দেখা গেছে।

টেসলার অটোপাইলট ফিচারটি হাইওয়েতে গাড়িকে নিজে থেকে চলতে সহায়তা করে। তবে, একে স্বয়ংক্রিয় চালনা বলা যাবে না। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলন মাস্ক একে চালকের সহায়তাকারী সিস্টেম হিসেবে ব্যাখ্যা দিয়েছেন।

ক্রমেই উচ্চ-প্রযুক্তি শিল্পে নিজেদের অবস্থান মজবুত করছে শানয়াই জেলা। অটোপাইলট গাড়ি পরীক্ষার জন্য আরও দুইটি কেন্দ্র উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে জেলাটি। ২০১৮ সালের প্রথমার্ধেই এগুলো চালু করার কথা রয়েছে।