ভারতে স্টোর খুলছে গুগল

ভারতে স্টোর খোলার পরিকল্পনা করছে গুগল। পিক্সেল স্মার্টফোনের বিক্রি বাড়ানোর লক্ষ্যেই এমন পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Dec 2017, 10:11 AM
Updated : 27 Dec 2017, 10:11 AM

বিষয়টির সঙ্গে জড়িত তিন ব্যক্তির বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে ইকোনমিক টাইমস জানায়, ভারতে পিক্সেল স্মার্টফোনের বিক্রি বাড়াতেই দেশটিতে নিজস্ব স্টোর তৈরির পদক্ষেপ নিয়েছে মার্কিন ওয়েব জায়ান্ট প্রতিষ্ঠানটি।

রয়টার্স-এর প্রতিবেদনে বলা হয়, পিক্সেল ২ স্মার্টফোন দেখাতে সম্প্রতিক সময়ে ভারত জুড়ে শপিং মলগুলোতে বেশ কিছু পপ-আপ স্টোর খুলেছে গুগল। সেখান থেকে ভালো প্রতিক্রিয়া পাওয়ায় দেশটিতে স্টোর খোলার পরিকল্পনা করছে গুগল।

এ বিষয়ে জানতে রয়টার্স-এর পক্ষ থেকে গুগলের সঙ্গে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটি জানায়, গুজব বা অনুমান নিয়ে তারা কোনো মন্তব্য করবে না।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ওয়্যারলেস বাজার হলো ভারত। দেশটিতে বর্তমানে মোবাইল গ্রাহক সংখ্যা ১২০ কোটি। এই বাজারে আধিপত্য ধরে রেখেছে ইলেক্ট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান স্যামসাং। আর শিয়াওমি, ওপ্পো, ভিভো’র মতো চীনা প্রতিষ্ঠানগুলোও পোক্ত অবস্থানে রয়েছে।