মোবাইল তুলে ধরলেই বাড়েনা নেটওয়ার্ক!

মোবাইল ফোনে নেটওয়ার্ক না পেলে ডিভাইসটি আকাশের দিকে উঁচিয়ে ধরার প্রবণতা রয়েছে মানুষের মধ্যে। কিন্তু আসলে এতে কোনো উপকার হচ্ছে কী?

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Dec 2017, 10:38 AM
Updated : 25 Dec 2017, 10:38 AM

গ্রাহকের এমন কৌতুহলের জবাব দিয়েছেন রাইস ইউনিভার্সিটি’র বৈদ্যুতিক ও কম্পিউটার প্রকৌশল বিভাগের অধ্যাপক লিন ঝং। এতে আসলে কোনো কাজ হয়না বলে জানিয়েছেন তিনি-- খবর প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ-এর প্রতিবেদনে।

ঠিক কী কারণে আমরা এমনটা করি তার কোনো উত্তর নেই। আমরা এটি করা শুরু করেছি এবং তা অনুসরণ করছি মাত্র।

ঝং বলেন, মোবাইল নেটওয়ার্ক আমাদের চারপাশে বেশিরভাগ ক্ষেত্রেই একই রকম। হাত উপরে ওঠালে নেটওয়ার্কে কোনো উন্নতি হয় না। তবে, একটু হাঁটাহাঁটি করলে উন্নতি হতে পারে।

শহর অঞ্চলে দালানের কারণে নেটওয়ার্ক বাধা পায়। তাই সেটি মোবাইলে কীভাবে পৌঁছাচ্ছে তার ওপর নেটওয়ার্কের তীব্রতা নির্ভর করে।

মোবাইলে নেটওয়ার্ক না মিললে তাই হাত আকাশে মেলে ধরার প্রবণতা বাদ দেওয়া পরামর্শ দিয়েছেন ঝং।