নতুন এআই আনছে মাইক্রোসফট-ফুজিৎসু

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইনির্ভর একটি নতুন সমাধান তৈরির ঘোষণা দিয়েছে জাপানি প্রযুক্তি প্রতিষ্ঠান ফুজিৎসু আর মার্কিন টেক জায়ান্ট মাইক্রোসফট। এর মাধ্যমে মানুষের কাজ করার ধরন বদলে যাবে বলে উল্লেখ করা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2017, 01:21 PM
Updated : 24 Dec 2017, 01:21 PM

মাইক্রোসফট ৩৬৫-এর  ক্লাউড সেবার উপর ভিত্তি করে বানানো নতুন এই সমাধান ফুজিৎসুর এআই প্রযুক্তি ফুজিৎসু সেনট্রিক এআই জিনরাই আর মাইক্রোসফটের এআই প্লাটফর্ম সেবা অ্যাজিউর ব্যবহার করে চলবে।

মাইক্রোসফটের ওয়ার্ল্ডওয়াইড কমার্শিয়াল বিজনেস-এর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট জুডসন অ্যাটহফ বলেন, “ফুজিৎসুর সঙ্গে আমাদের সমন্বয় গ্রাহকদেরকে আমাদের প্লাটফর্মের ক্ষমতাধর ও বুদ্ধিমান ডিজিটাল সক্ষমতার সুবিধা নেওয়ার আরেকটি পথ দেখায়, যাতে কাজের সমন্বয় আর সৃজনশীলতা আরও বাড়ে।”

২০১৮ সালের দ্বিতীয় প্রান্তিক থেকে জাপানের বাজারে নতুন এই সমাধান আনা লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানগুলো।

প্রতিষ্ঠানদুটি ২০২০ সালের মধ্যে বৈশ্বিক বাজারে দুইশ’ কোটি ডলারের নতুন ব্যবসা আনার লক্ষ্য হাতে নিয়েছে।