আইফোনে ধীর গতি: অ্যাপলের বিরুদ্ধে মামলা

পুরানো আইফোনগুলোয় ধীর গতি আনার বিষয়টি স্বীকার করার পর মামলার মুখে পড়েছে অ্যাপল।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Dec 2017, 12:28 PM
Updated : 22 Dec 2017, 12:28 PM

আইফোনে এই ধীর গতির কারণ ব্যাখা করতে গিয়ে বুধবার অ্যাপল জানায়, তাদের অ্যালগরিদম এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ব্যাটারিতে চার্জ কম থাকলেও ডিভাইসটি পুরোপুরি বন্ধ না হয়ে সন্তোষজনক কার্যক্ষমতা দিতে পারে-- খবর মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র।

এমন স্বীকারোক্তির পর অ্যাপলের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ায় ক্লাস অ্যাকশন মামলা করেছেন স্টেফান বোগডানোভিচ ও ডেকোটা স্পিয়াস নামের দুই বাসিন্দা। বৃহস্পতিবার এই মামলার নথি প্রকাশ করা হয়েছে।

মামলায় তারা দাবী করেছেন, “তাদের আইফোনের গতি কমাতে অ্যাপল কখনও তাদের অনুমতি চায়নি। আন্তর্জাতিকভাবে ধীর গতি আনার কারণে তারা আইফোন ব্যবহারে প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন।” তারা দুইজনই আইফোন ৭ ব্যবহার করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

মামলায় অ্যাপলের কাছ থেকে ক্ষতিপূরণও দাবী করেছেন ক্যালিফোর্নিয়ার ওই দুই বাসিন্দা। তারা বলেন, “প্রতিষ্ঠানের এমন পদক্ষেপের কারণে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন এবং অন্যান্য দিক থেকেও ক্ষতির মুখোমুখি হয়েছেন।”

আইফোন ৮-এর আগের সব মডেলের আইফোন ব্যবহারকারী মার্কিন বাসিন্দাকে এই মামলায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করছেন বোগডানোভিচ ও স্পিয়াস।

এ ব্যাপারে জানতে সিএনবিসি’র পক্ষ থেকে অ্যাপলের সঙ্গে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটি তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

এর আগে রেডিট-এর এক প্রতিবেদনে বলা হয়, কয়েক বছর ব্যবহারের পর প্রসসরের ক্লক স্পিড কমিয়ে দেয় আইফোন। এটি অ্যাপল ইচ্ছাকৃতভাবেই করেছে বলে জানানো হয়।

এর জবাবে সিনবিসি-কে অ্যাপলের পক্ষ থেকে বলা হয়, “গ্রাহকদেরকে সবচেয়ে ভালো কার্যক্ষমতা দেওয়াটাই আমাদের লক্ষ্য, এর মধ্যে সার্বিক কার্যক্ষমতা ও ডিভাইস দীর্ঘস্থায়ী করার বিষয় রয়েছে। শীতল আবহাওয়ায় লিথিয়াম-আয়ন ব্যাটারি চাহিদার থেকে কম শক্তি সরবরাহ করে, অনেকদিন ব্যবহারের পর ব্যাটারির চার্জ কম থাকে, যার কারণে ইলেক্ট্রনিক যন্ত্রাংশগুলো রক্ষা করতে ডিভাইসটি অনাকাংক্ষিতভাবে বন্ধ হয়ে যায়।”

“আগের বছর আইফোন ৬, আইফোন ৬এস এবং আইফোন এসই-এর জন্য নতুন ফিচার এনেছে অ্যাপল। প্রতিকূল অবস্থাগুলোতে অনাকাংক্ষিতভাবে ডিভাইস যাতে বন্ধ না হয় সে কারণেই ফিচারটি আনা হয়েছে।”

এই ফিচারের কারণেই ডিভাইসগুলোতে কিছুটা ধীর গতি দেখা দিতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

অ্যাপলের পক্ষ থেকে আরও বলা হয় আইফোন ৭-এ একই ফিচার যোগ করা হয়েছে। পরবর্তীতে অন্যান্য ডিভাইসেও এই ফিচার যোগ করা হবে বলে জানানো হয়।