কেমব্রিজে পাঁচ বছরের লাইসেন্স পেলো উবার
প্রযুক্তি ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Dec 2017 09:14 PM BdST Updated: 19 Dec 2017 09:14 PM BdST
-
ছবি- রয়টার্স
পাঁচ বছর ব্যবসায় পরিচালনার জন্য যুক্তরাজ্যের কেমব্রিজে লাইসেন্স পেয়েছে অ্যাপভিত্তিক রাইউ শেয়ারিং প্রতিষ্ঠান উবার।
অন্যদিকে, বর্তমানে প্রতিষ্ঠানটি ইউরোপে তাদের সবচেয়ে বড় বাজার লন্ডনে ব্যবসায় চালুর জন্য লড়াই করছে। চলতি বছর সেপ্টেম্বরে লন্ডন কর্তৃপক্ষ উবারের সঙ্গে তাদের লাইসেন্স আর নবায়ন করছে না বলে খবর বের হয়।
সোমবার কেমব্রিজ-এর স্থানীয় কর্মকর্তারা মার্কিন প্রতিষ্ঠানটিকে বলেন, প্রতিষ্ঠানটি আরও পাঁচ বছর শহরটিতে ব্যবসা চালাতে পারবে। শহরের কাউন্সিলর গেরি বার্ড বলেন, “আমরা উবার-কে একটি উপযুক্ত ও সঠিক প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করছি।”
এক বিবৃতিতে যুক্তরাজ্যে উবার-এর হেড অফ সিটিজ ফ্রেড জোন্স কেমব্রিজ-এর এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বলে রয়টার্স-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়। তিনি বলেন, “কেমব্রিজের লোকেরা উবার ব্যবহার অব্যাহত রাখতে পারায় আমরা আনন্দিত। নিবন্ধিত চালক আর যাত্রী, উভয়ের জন্য আরও বেশি পছন্দ ও নিয়ন্ত্রণ এনে দেয়।
লন্ডনে উবারের লাইসেন্স বাতিলের সময় লন্ডনের মেয়র সাদিক খান লন্ডোনের পরিবহন নিয়ন্ত্রক সংস্থা ট্রান্সপোর্ট অথরিটির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, লন্ডনবাসীর জন্য ঝুঁকি তৈরি হলে উবারকে ফের লাইসেন্স দেওয়া হবে ভুল সিদ্ধান্ত। নিয়ন্ত্রক সংস্থাটি বলছে, উবারের কর্পোরেট দায়িত্বশীলতাসহ বিভিন্ন ক্ষেত্রে বড় ধরনের ঘাটতি রয়েছে, যা নাগরিকদের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে।
সে সময় কর্মীদেরকে ইমেইলে উবার প্রধান দারা খোসরোশাহি বলেন, “তিনি লন্ডনের অবস্থা নিয়ে হতাশ এবং উবারকে নিয়ে লন্ডন যা বলেছে তা সত্য বলে তিনি বিশ্বাস করেন না।”
আরও খবর
লন্ডন ট্রান্সপোর্ট প্রধানের সঙ্গে বৈঠকে উবার প্রধান
লন্ডনে বন্ধ হচ্ছে না ‘উবারইটস’
উবার সমর্থনে ছয় লক্ষাধিক লন্ডনবাসী
-
জানুয়ারিতে এআর, ভিআর হেডসেট আনবে অ্যাপল?
-
মানুষের মতো মাইনক্র্যাফট খেলতে শিখেছে এআই
-
ভিডিও ক্যাপশন: ইউটিউবকে অনুসরণ করল টুইটার
-
সফটওয়্যার আপডেট পাচ্ছে উইন্ডোজ ৯৮ নির্ভর মঙ্গলযান
-
মূল্যপতনের সঙ্গে বিদ্যুৎ ক্ষুধাও কমেছে বিটকয়েনের
-
কৃষ্ণাঙ্গ কনটেন্ট নির্মাতাদের অর্থ সহায়তা দেবে স্ন্যাপচ্যাট
-
মার্কিন ক্রিপ্টো কোম্পানি হারমোনিতে ‘ক্রিপ্টো ডাকাতি’
-
গর্ভপাত: মার্কিন নারীদের গলার কাঁটা হচ্ছে ব্যক্তিগত ডেটা
সর্বাধিক পঠিত
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- ‘মাদারীপুর এত কাছে!’
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- ৩ সেতুতে টোল দিয়ে ৪ ঘণ্টায় বরিশাল