ছয় মাসে ফেইসবুকে সরকারের ৪৪ অনুরোধ

চলতি বছর প্রথমার্ধে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ফেইসবুকের কাছে মোট ৪৪টি অ্যাকাউন্টের তথ্য চেয়ে ৪৪টি অনুরোধ করা হয়েছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Dec 2017, 12:51 PM
Updated : 19 Dec 2017, 12:51 PM

ফেইসবুকের সর্বশেষ স্বচ্ছতা প্রতিবেদনের সরকারগুলো থেকে করা অনুরোধ সংখ্যা প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, বাংলাদেশ সরকারের করা ৪৪টি অনুরোধের মধ্যে ৪৫ শতাংশ অনুরোধে ডেটা দেওয়া হয়েছে। এক্ষেত্রে অনুরোধের পুরো ডেটাই দেওয়া হয়েছে এমনটা নিশ্চিত করা হয়নি, কিন্তু কিছু হলেও পক্ষে ডেটা দেওয়া হয়েছে এমন অনুরোধের হারই প্রকাশ করা হয়েছে।

মোট ৪৪টি অনুরোধের মধ্যে আইনি প্রক্রিয়ায় ২১টি অ্যাকাউন্টের জন্য ২০টি অনুরোধ করা হয়েছে। আর বাকি ২৪টি অনুরোধ ছিল জরুরী ভিত্তিতে ২৩টি অ্যাকাউন্টের তথ্য চেয়ে করা।

এ ছাড়াও, ১১টি অ্যাকাউন্ট নিয়ে করা অনুরোধের মধ্যে ১০টিকে সংরক্ষিত অবস্থায় রাখা হয়েছে। সংরক্ষিত অনুরোধ নিয়ে ফেইসবুকের পক্ষ থেকে বলা হয়, “আমরা আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়ায় ৯০ দিনের বিবেচনার জন্য অপরাধ তদন্তে সহায়তার উদ্দেশ্যে অ্যাকাউন্টগুলোর তথ্য সংরক্ষণে পদক্ষেপ নেব।”