১২০ কোটি ডলারে অ্যাকোনেক্স-কে কিনলো ওরাকল

অস্ট্রেলীয় প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাকোনেক্স-কে কিনতে ১৫৬ কোটি অস্ট্রেলীয় ডলার বা ১২০ কোটি মার্কিন ডলার পরিশোধ করেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল, সোমবার অ্যাকোনেক্স-এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2017, 03:10 PM
Updated : 18 Dec 2017, 03:10 PM

এক্ষেত্রে অস্ট্রেলীয় প্রতিষ্ঠানটির প্রতি শেয়ারের দাম ধরা হয়েছে ৭.৮০ অস্ট্রেলীয় ডলার, বলা হয় রয়টার্স-এর প্রতিবেদনে। 

এক বিবৃতিতে অ্যাকোনেক্স বলে, এর পরিচালকরা গোপনে এই প্রস্তাব দিয়েছিল।

ওয়েবভিত্তিক প্রকল্প ব্যবস্থাপনা সফটওয়্যার খাতে অসট্রেলীয় প্রতিষ্ঠানটির পারদর্শিতা রয়েছে। এর প্রযুক্তি পানামা খাল বর্ধন প্রকল্পসহ বিভিন্ন বৈশ্বিক প্রকল্পেও ব্যবহৃত হচ্ছে।

অ্যাকোনেক্স-এর চেয়ারম্যান অ্যাডাম লুইস এক বিবৃতিতে বলেন, “প্রতিটি শেয়ারের মূল্য ৭.৮০ অস্ট্রেলীয় ডলার দিতে ওরাকলের দেওয়া প্রস্তাব উল্লেখযোগ্য পরিমাণে প্রিমিয়াম নির্দেশ করে।” শেয়ার প্রিমিয়াম বলতে কোনো শেয়ার এর অবহিত মূল্যের চেয়ে কত বেশি দামে বিক্রি হচ্ছে তাকে বোঝায়।

অ্যাকোনেক্স প্রতিষ্ঠাতা লেই জ্যাসপার এবং রব ফিলপট সোমবার এ নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি প্রকাশ করেছেন। তারা দুজনে বর্তমানে প্রতিষ্ঠানটির মাত্র পাঁচ শতাংশের বেশি শেয়ারের মালিক।  

২০১৮ সালের প্রথমার্ধের মধ্যে এই মালিকানা হস্তান্তর হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছে ওরাকল।