৩০ দিন এড়ানোর ব্যবস্থা আনলো ফেইসবুক

স্নুজ ফিচার নামের নতুন ফিচার চালু করেছে ফেইসবুক। এর মাধ্যমে ব্যবহারকারীরা কোনো বন্ধু, পেইজ বা গ্রুপ থেকে নিজের নিউজ ফিডে আপডেট ৩০ দিনের জন্য সাময়িকভাবে বন্ধ করে দিতে পারবেন।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Dec 2017, 11:00 AM
Updated : 16 Dec 2017, 11:00 AM

চলতি বছর সেপ্টেম্বরে কিছুদিন এ নিয়ে পরীক্ষা চালিয়েছিল সামাজিক মাধ্যমটি। 

বর্তমানে কোনো ব্যবহারকারীকে স্থায়ীভাবে আনফলো বা হাইড করতে ব্যবহৃত টুল যেভাবে কাজ করে, স্নুজ ফিচারও সেভাবেই কাজ করবে বলে প্রযুক্তি সাইট ভার্জ-এর প্রতিবেদনে বলা হয়। এক্ষেত্রে হাইড বা আনফলো না হয়ে ওই অ্যাকাউন্টের কোনো পোস্ট স্নুজ ব্যবহারকারীর নিউজ ফিডে ৩০ দিন দেখানো বন্ধ থাকবে।  

বিভিন্ন পেইজ বা গ্রুপ থেকে কোনো প্রচারণার জন্য নানা পোস্ট দেওয়া হয়। সে ধরনের পোস্ট কেউ এড়াতে চাইলে এই ফিচার ব্যবহার করতে পারবেন, প্রচারণার সময় পোস্টগুলো আর দেখতে হয়। ৩০ দিন শেষ হলে আবারও ওই পেইজের পোস্টগুলো আসা শুরু করবে।