এফএম রেডিও বন্ধ করছে নরওয়ে

বিশ্বে প্রথম কোনো দেশ হিসেবে এফএম রেডিও বন্ধ করে দিয়েছে নরওয়ে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Dec 2017, 10:51 AM
Updated : 16 Dec 2017, 10:51 AM

দেশটির শ্রোতারা এখন ডিজিটাল অডিও ব্রডকাস্টিং(ডিএবি) সিগন্যাল শুনতে পারবেন। তা না হলে একদমই কোনো রেডিও না রাখা ছাড়া তাদের হয়তো কিছু করার নেই বলে উল্লেখ করা হয়েছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট-এর প্রতিবেদনে। 

এক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে অসলো’র মেট্রো গ্রুপসহ কয়েকটি ‘বিদ্রোহী’ রেডিও স্টেশন। তারা দেশের সরকারের আদেশ অমান্য করে সম্প্রচার চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

নরওয়ে’র সবচেয়ে প্রান্তিক অঞ্চলগুলোর অনেকগুলোতেও ডিজিটাল সিগন্যাল চালু হয়েছে। আর এর ফলে প্রচলিত সিগন্যাল বন্ধের সুযোগ পেয়েছে দেশটি।  

এদিকে, সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মত দিয়েছেন অনেকেই। এক্ষেত্রে তাদের যুক্তি হচ্ছে গাড়িতে প্রচলিত রেডিওগুলো বদলাতে বড় খরচ হয়ে যাবে আর প্রায় অর্ধেক গাড়িতে এখনও তা বদলিয়ে ডিজিটাল সিগন্যাল চালুর ব্যবস্থা নেই।

ডিজিটাল রেডিও সম্প্রচারকদের দাবি, এতে কোলাহল কম হয়, সিগন্যাল পরিষ্কার আর এই চ্যানেলের অনেক বেশি সিগন্যাল পাওয়া যায়।

যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে সামনের বছরগুলোতে এমন পদক্ষেপ দেখা যাবে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনটিতে।