দুই পর্দার নোটবুক আনছে মাইক্রোসফট

ভাঁজ করা যাবে এমন দুই পর্দার নোটবুক আনতে যাচ্ছে মাইক্রোসফট, প্রতিষ্ঠানের এক পেটেন্ট থেকে এমনটাই ধারণা করা হচ্ছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Dec 2017, 10:42 AM
Updated : 16 Dec 2017, 10:42 AM

২০০৮ সালে ‘কুরিয়ার’ নামে একটি বুকলেট পিসি’র ধারণা এনেছিল মাইক্রোসফট। পরবর্তীতে ২০১০ সালে তা বাতিল করা হয়। বলা হচ্ছে দুই পর্দার নতুন নোটবুক হবে অনেকটা ‘কুরিয়ার’-এর মতো-- খবর ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর।

শুক্রবার এমএসপাওয়ার ইউজার ডটকম-এর এক প্রতিবেদনে বলা হয়, “দুইটি ভিন্ন পৃষ্ঠতল রয়েছে এটির যা একটি ‘সেলফ-রেগুলেটিং হিঞ্জ’ দিয়ে আটকানো থাকবে। ফলে লেনোভো ইয়োগা নোটবুকের মতো এটি বিভিন্ন অবস্থানে ব্যবহার করা যাবে।”

ইউএস পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিস-এ পেটেন্টটি দাখিল করেছে মাইক্রোসফট। ডিভাইসের কব্জা কীভাবে কাজ করবে তাও বলা হয়েছে এতে। তবে, এমন ধরনের ডিভাইসের সফটওয়্যার কেমন হবে তা উল্লেখ করা হয়নি।

ধারণা করা হচ্ছে দুই পর্দা থাকায় বেজেলের ক্ষেত্রে যে সমস্যা হবে তা সমাধান করতে বিশেষ কব্জা ব্যবহার করবে মাইক্রোসফট।

নকশায় দেখা গেছে দুইটি এজ-টু-এজ পর্দা এমনভাবে রাখা হয়েছে যে মনে হয় একটি অপরটিকে স্পর্শ করে আছে। দুই পর্দার মাঝে চোখে পড়ার মতো কোনো ফাঁক রাখা হয়নি।