মাইক্রোসফট স্টোরে বিলম্বিত আইটিউনস

মাইক্রোসফট স্টোরে আইটিউনস আনার তারিখ পিছিয়েছে অ্যাপল।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Dec 2017, 10:20 AM
Updated : 16 Dec 2017, 10:20 AM

চলতি বছরের শুরুতে মাইক্রোসফট বিল্ড সম্মেলনে প্রতিষ্ঠানটি জানায় যে, মাইক্রোসফট স্টোরে আইটিউনস আনতে অ্যাপলের সঙ্গে কাজ করছে তারা। মাইক্রোসফট-এর পক্ষ থেকে অঙ্গীকার করা হয় ২০১৭ সালের শেষ দিকে এটি মাইক্রোসফট স্টোরে পাওয়া যাবে। কিন্তু এবার তারিখ পেছানোর কথা জানিয়েছে অ্যাপল-- খবর প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ-এর।

অ্যাপলের এক মুখপাত্র বলেন, “আমাদের গ্রাহকের কাছে আইটিউনস-এর পুরো অভিজ্ঞতা নিয়ে আসতে আমরা মাইক্রোসফট-এর সঙ্গে কাজ করছি এবং আমাদের এটি ঠিক করতে আরেকটু বেশি সময় লাগবে।”

অ্যাপল মুখপাত্রের এই বক্তব্য থেকে অন্তত আশ্বস্ত হওয়া গেছে যে অ্যাপল পুরো প্রকল্পটি বাতিল করেনি এবং উইন্ডোজ স্টোরে আইটিউনস আনার পরিকল্পনা এখনও রয়েছে।

বিলম্বের কথা বলা হলেও ঠিক কী কারণে দেরী হচ্ছে তা জানায়নি অ্যাপল।

মাইক্রোসফট স্টোরে সবচেয়ে বেশিবার সার্চ করা অ্যাপ হলো আইটিউনস। বিলম্বের কারণে উইন্ডোজ ১০ এস সংস্করণ ব্যবহারকারীরাই বেশি ক্ষতিগ্রস্থ হবেন। কারণ উইন্ডোজ-এর এই সংস্করণে মাইক্রোসফট স্টোরের অ্যাপ ছাড়া অন্য কোনো সফটওয়্যার ব্যবহার করা যায় না।