বাজারে আসছে আইম্যাক প্রো

২০১৭ সাল শেষ হওয়ার আগেই নতুন আরেকটি পণ্য বাজারে ছাড়ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। আইম্যাক প্রো নামের নতুন এই কম্পিউটারের বিক্রি বৃহস্পতিবার থেকে শুরু হবে বলে মঙ্গলবার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Dec 2017, 01:24 PM
Updated : 13 Dec 2017, 01:24 PM

বিজনেস ইনসাইডার-এর প্রতিবেদনে বলা হয়, আইম্যাক প্রো-তে থাকছে উন্নত পারফরম্যান্সের ইনটেল জিওন প্রসেসর আর উচ্চ ক্ষমতাসম্পন্ন এএমডি গ্রাফিক্স কার্ড।

‘স্পেস গ্রে’ রঙের এই কম্পিউটারের দামও রাখা উচুঁ মাত্রায়। এই কম্পিউটারের দাম শুরু হবে ৪,৯৯৯ ডলার থেকে। আর ব্যবহারকারীর পছন্দমতো আরও উন্নত কিছু যোগ করলে দাম সে অনুযায়ী বাড়বে। ব্যবহারকারীরা এর র‍্যাম ১২৮ জিবি পর্যন্ত উন্নত করতে পারবেন, স্টোরেজ বাড়িয়ে করতে পারবেন ৪ টেরাবাইট আর ১৮ কোরের ইনটেল জিওন প্রসেসরও যোগ করতে পারবেন।

এই কম্পিউটারে ব্যবহার করা হয়েছে ৫১২০-বাই- ২৮৮০ পিক্সেল রেজুলিউশনের ২৭ ইঞ্চি ‘রেটিনা’ ডিসপ্লে।

অডিও ও ভিজুয়াল কাজ করেন এমন কেউ যাদের উচ্চক্ষমতা সম্পন্ন কম্পিউটার দরকার আর সে জন্য তারা অর্থ পরিশোধ করতে আগ্রহী, এমন পেশাদারদের লক্ষ্য করেই এটি আনা হয়েছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনটিতে।

চলতি বছরের শুরুতে অ্যাপল প্রথম আইম্যাক প্রো-এর ঘোষণা দেয়। ডিসেম্বরে এটি বাজারে ছাড়া হবে সে সময় জানানো হয়।

কম্পিউটারটির পেছনে রয়েছে চারটি ইউএসবি পোর্ট, চারটি ‘থান্ডারবোল্ট ৩’ ইউএসবি-সি পোর্ট আর একটি ওয়্যারড ইথারনেট পোর্ট।