ফ্রান্সে বন্ধ হচ্ছে শিশুদের ফোন ব্যবহার

স্কুলের শ্রেণিকক্ষে ফোনের ব্যবহার নিষিদ্ধ করতে যাচ্ছে ফরাসি সরকার। ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে  এই নিষেধাজ্ঞা বাস্তবায়িত হওয়ার কথা রয়েছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Dec 2017, 07:48 AM
Updated : 13 Dec 2017, 01:09 PM

গার্ডিয়ান-এর প্রতিবেদনে বলা হয়, শিশুরা চাইলে ফোন নিয়ে শ্রেণিকক্ষে আসতে পারবে। কিন্তু দিনের শেষ পর্যন্ত ডিভাইসটি লক করে রাখতে হবে।

ছয় বছর বয়স থেকে শিশুদের ওপর এই নীতিমালা প্রয়োগ করা হবে। আর তা চলতে থাকবে ১৫ বছর বয়স পর্যন্ত অথবা কলেজে যাওয়ার আগ পর্যন্ত --খবর প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ-এর।

এই উদ্যোগের ফলে শিশুদের মনযোগে ব্যাঘাত ঘটবে না বলে ধারণা করছে ফরাসি সরকার। এর পাশাপাশি দেশটির সরকার মনে করে এটি একটি ‘জনস্বাস্থ্য বার্তা’ দেবে যে, সাত বছর বয়সের আগে শিশুদের পর্দার সামনে বেশি বা কোনো সময়ই ব্যয় করা উচিত নয়।

শ্রেণিকক্ষে কিভাবে ফোনগুলো জমা করে রাখা হবে বা শিক্ষকরা এই নীতিমালা সত্যি বাস্তবায়ন করতে পারবেন কিনা তা এখনও স্পষ্ট নয়।