নতুন প্রসেসর আনলো ইনটেল

মঙ্গলবার মোবাইল ও ডেস্কটপের জন্য পেন্টিয়াম সিলভার এবং সেলেরন সিরিজের কয়েকটি নতুন প্রসেসর উন্মোচন করেছে ইনটেল।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Dec 2017, 12:24 PM
Updated : 12 Dec 2017, 12:24 PM

কোডনেইম ‘জেমিনাই লেইক’ আর্কিটেকচারের ওপর ভিত্তি করে নতুন প্রসেসরগুলো বানানো হয়েছে বলে প্রতিবেদনে জানায় ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস।

কার্যক্ষমতা এবং সংযোগের ক্ষেত্রে যাতে ভারসাম্য থাকে সে বিষয়টি মাথায় রেখেই প্রসেসরগুলো নকশা করেছে চিপ নির্মাতা মার্কিন প্রতিষ্ঠানটি।

এক বিবৃতিতে ইনটেল জানায়, “মোবাইলের জন্য ‘এন৫০০০’ এবং ডেস্কটপের জন্য ‘জে৫০০৫’ মডেলের পেন্টিয়াম সিলভার প্রসেসর উন্মোচন করা হয়েছে। আর সেলেরন প্রসেসরের ক্ষেত্রে মোবাইলের জন্য মডেল নাম্বার ‘এন৪১০০’ ও ‘এন৪০০’ এবং ডেস্কটপের জন্য মডেল ‘জে৪১০৫’ এবং ‘জে৪০০৫’।”

ইনটেল দাবি করেছে, একই ধরনের চার বছরের পুরানো পিসিতে ৫৮ শতাংশ দ্রুত কার্যক্ষমতা পাওয়া যাবে নতুন পেন্টিয়াম সিলভার প্রসেসরের মাধ্যমে।

নতুন প্রসেসরগুলোর মাধ্যমে প্রথমবারের মতো দ্রুতগতির ইন্টারনেট সংযোগ দিতে এতে গিগাবিট ওয়াই-ফাই সুবিধা যোগ করেছে চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি।

বর্তমানে পেন্টিয়াম গোল্ড প্রসেসের বাজারে রয়েছে ইনটেল-এর। কেইবি লেইক আর্কিটেকচারে তৈরি এই প্রসেসরটি সবচেয়ে বেশি কার্যক্ষমতার পেন্টিয়াম প্রসেসর।