ডিএসএলআর-কে ছাড়িয়ে আইফোন ক্যামেরা
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Dec 2017 06:54 PM BdST Updated: 10 Dec 2017 06:54 PM BdST
-
ছবি- রয়টার্স
২০১৭ সালে সবচেয়ে বেশি ব্যবহৃত ক্যামেরার তালিকা প্রকাশ করেছে জনপ্রিয় ইমেইজ হোস্টিং সাইট ফ্লিকার। এই তালিকায় ডিএসএলআর ক্যামেরাকে ছাড়িয়ে শীর্ষস্থান দখল করেছে আইফোন ক্যামেরা।
ফ্লিকার-এর দেওয়া তথ্যমতে তাদের সেবা ব্যবহার করেন এমন আলোকচিত্রীদের ৫৪ শতাংশ অ্যাপলের ডিভাইস ব্যবহার করেন। স্মার্টফোন, ডিএসএলআর, পয়েন্ট-অ্যান্ড-শুট এবং মিররলেস সব ধরনের ক্যামেরা নিয়েই করা হয়েছে এই তালিকা-- খবর প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট-এর।
সাধারণত ফ্লিকার-এ আপলোডকৃত ছবির ৫০ শতাংশ ধারণ করা হয় স্মার্টফোন থেকে। এই হোস্টিংয়ে ডিএসএলআর ব্যবহারকারীর সংখ্যা ৩৩ শতাংশ, পয়েন্ট-অ্যান্ড-শুট ব্যবহারকারীর সংখ্যা ১২ শতাংশ এবং মিররলেস ক্যামেরা ব্যবহারকারীর সংখ্যা চার শতাংশ।
ফ্লিকার জানায়, জনপ্রিয়তায় শীর্ষ ১০ ক্যামেরার নয়টি আইফোন ক্যামেরা। শীর্ষ তিন স্থানে রয়েছে যথাক্রমে আইফোন ৬, আইফোন ৬এস এবং আইফোন ৫এস।
আইফোন বাদে শীর্ষ দশ ক্যামেরা তালিকায় নবম স্থানে রয়েছে ক্যানন ৫ডি মার্ক থ্রি। ব্র্যান্ড হিসেবে দ্বিতীয় স্থানে রয়েছে ক্যানন। শীর্ষ ১০০ ডিভাইসের ২৩ শতাংশ রয়েছে এই ব্র্যান্ডের দখলে। আর তৃতীয় স্থানে থাকা নাইকন-এর দখলে আছে ১৮ শতাংশ ডিভাইস।
আগের বছরগুলোতে প্রায় একই হারে বাড়তে দেখা গেছে অ্যাপল ফটোগ্রাফির অবস্থান। ২০১৬ সালে ৪৭ শতাংশ ডিভাইস নিয়ে ফ্লিকারের জনপ্রিয় ব্র্যান্ড ছিল অ্যাপল। আর ২০১৫ সালেও ৩০ শতাংশ ডিভাইস নিয়ে শীর্ষস্থানে ছিল প্রতিষ্ঠানটি।
এবিষয়ে জানতে অ্যাপলের সঙ্গে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি।
-
অ্যাপলের 'মিক্সড রিয়ালিটি' হেডসেট ২০২২ সালেই?
-
টুইটারে দেখা মিলতে পারে ‘শপ’ বাটনের
-
টিকার ভুয়া তথ্য ছড়াতে নকল সংবাদ সাইট ব্যবহার রাশিয়ার
-
অতিমারী-পরবর্তী বৃদ্ধির জন্য সিকিউরিটি - একটি জটিল চ্যালেঞ্জ
-
কুয়ো: ২০৩০-এর দশকে এআর কনট্যাক্ট লেন্স আনতে পারে অ্যাপল
-
এক্সবক্সে এজ ব্রাউজার ‘চালিয়ে দেখছে’ মাইক্রোসফট
-
চীনা স্মার্টফোন বাজারে হুয়াওয়েকে টপকে শীর্ষে অপো
-
শিশুদের বই পড়া সহজ করতে নতুন ফিচার গুগল প্লে বুকসে
সর্বাধিক পঠিত
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- এক পোয়া মাছ পৌনে তিন লাখ টাকায় বিক্রি
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- আবার বার্সা সভাপতি লাপোর্তা
- চিত্রনায়ক শাহিন আলমের মৃত্যু
- বিস্ফোরক সাক্ষাৎকার: মেগান বললেন, তার ছেলের গায়ের রঙ নিয়ে উদ্বেগ ছিল ব্রিটিশ রাজপরিবারে