টুইটারে এলো অগমেন্টেড রিয়ালিটি

মাইক্রোব্লগিং সাইট টুইটারে অগমেন্টেড রিয়ালিটি (এআর) সুবিধা নিয়ে উন্মুক্ত হয়েছে ‘টুইটরিয়ালিটি’ অ্যাপ।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Dec 2017, 10:35 AM
Updated : 9 Dec 2017, 10:35 AM

নতুন এই অ্যাপের মাধ্যমে বাস্তব জগতে টুইট ব্রাউজ করতে পারবেন গ্রাহক। অ্যাপলের এআরকিট ব্যবহার করে বানানো হয়েছে অ্যাপটি-- খবর ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর।

পরবর্তীতে এআর হেডসেটে ব্যবহারের জন্য আপাতত প্রটোটাইপ এই অ্যাপটি বানিয়েছেন অস্কার ফামার নামের এক ডেভেলপার।

শুক্রবার প্রযুক্তিবিষয়ক সাইট নেক্সটওয়েব-এর প্রতিবেদনে বলা হয়, এআর অ্যাপটি আইফোন বা আইপ্যাডের ভার্চুয়াল পর্দায় টুইট, সার্চ, মেনশন, প্রোফাইল এবং অন্যান্য পছন্দের ফিচারগুলো পরিচ্ছন্নভাবে দেখাবে।

অ্যাপটি টুইটাররের সাধারণ ফিডকে গ্রাহকের সামনে কার্ডের গ্রিড আকারে দেখাবে। গ্রাহক চাইলে অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন বলে জানানো হয়।

প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ-এর প্রতিবেদনে বলা হয়, দেখে এমনটা মনে হয় না এটি টুইটার নিয়ে নকশা করা হয়েছে। টুইটার হলো তথ্য দিয়ে ভরপুর, যেখানে গ্রাহক এক গাদা তথ্য স্ক্রল করে দ্রুত গতিতে চোখ বুলান।

অন্যদিকে টুইটরিয়ালিটি হলো একটি বড় বোর্ড যেখানে অনেক ফাঁকা জায়গা রয়েছে।

চলতি বছরই এআরকিট উন্মুক্ত করেছে অ্যাপল। আইফোন ও আইপ্যাডের জন্য অগমেন্টেড রিয়ালিটি অ্যাপ তৈরি করা যায় এই ফ্রেইমওয়ার্ক ব্যবহার করে।