অ্যাপ স্টোরে ২০১৭ সালের সেরা অ্যাপ কোনগুলো?

বছর জুড়ে ফেইসবুক, মেসেঞ্জার আর স্ন্যাপচ্যাটের মতো সামাজিক যোগাযোগের অ্যাপগুলো আলোচনায় থাকলেও, অ্যাপলের অ্যাপ স্টোরের সেরা অ্যাপ তালিকায় এদের কেউই শীর্ষস্থান পায়নি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2017, 01:34 PM
Updated : 8 Dec 2017, 01:41 PM

তাহলে ২০১৭ সালে অ্যাপ স্টোরে আধিপত্য ছিল কাদের? অ্যাপ স্টোরে বছরের সেরা অ্যাপগুলো নিয়ে অ্যাপলের তালিকায় সবার শীর্ষে ছিল বিটমোজি। এই অ্যাপ ব্যবহারকারীদের স্ন্যাপচ্যাটে টেক্সট মেসেজ পাঠানোর সময় নিজেদের তৈরি কার্টুন চরিত্র স্টিকার হিসেবে পাঠানোর সুযোগ দেয়।

অ্যাপলের প্রকাশিত পুরো তালিকা-

১. বিটমোজি

২. বিনামূল্যের ভিডিও স্ট্রিমিং সেবাদাতা ইউটিউব, যা প্রযুক্তি জায়ান্ট অ্যালফাবেটের মালিকানাধীন। 

৩. ফেইসবুক মালিনাকাধীন ছবি শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম

৪. অ্যালফাবেট অধীনস্থ দিকনির্দেশনা ও মানচিত্র সেবাদাতা অ্যাপ গুগল ম্যাপস

৫. সঙ্গীত স্ট্রিমিং সেবাদাতা অ্যাপ স্পটিফাই মিউজিক

৬. অ্যালফাবেট মালিকানাধীন গুগলের ইমেইল সেবাদাতা অ্যাপ জিমেইল

৭. ই-কমার্স জায়ান্ট অ্যামাজন-এর অ্যাপ।

৮. ই-কমার্স অ্যাপ উইশ

৯. সঙ্গীত স্ট্রিমিং সেবাদাতা অ্যাপ সাউন্ডক্লাউড

১০. জিপিএসভিত্তিক দিকনির্দেশনাদাতা অ্যাপ ওয়েইজ

১১. স্ন্যাপ অধীনস্থ ছবি শেয়ারিং অ্যাপ স্ন্যাপচ্যাট

১২. ফেইসবুক অধীনস্থ মেসেজিং অ্যাপ মেসেঞ্জার

১৩. বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক-এর অ্যাপ।

১৪. ভিডিও স্ট্রিমিং সেবাদাতা নেটফ্লিক্স

১৫. অ্যাপভিত্তিক যাত্রী সেবাদাতা মার্কিন প্রতিষ্ঠান উবার-এর অ্যাপ।

১৬. সঙ্গীত স্ট্রিমিং সেবাদাতা অ্যাপ পান্ডোরা মিউজিক

১৭. ফেইসবুক মালিকানাধীন সংকেতায়িত মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ

১৮. মাইক্রোব্লগিং সাইট টুইটার-এর অ্যাপ

১৯. অ্যালফাবেট মালিকানাধীন গুগলের ওয়েব ব্রাউজার গুগল ক্রোম অ্যাপ।

২০. অ্যাপভিত্তিক যাত্রী সেবাদাতা মার্কিন প্রতিষ্ঠান লিফট-এর অ্যাপ।