নতুন তিনটি আইফোন X আনবে অ্যাপল!

আইফোন X-এর মতো একই ধরনের পর্দার তিনটি নতুন আইফোন আনবে অ্যাপল।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2017, 06:09 PM
Updated : 7 Dec 2017, 06:09 PM

সামনের বছর ভিন্ন মাপের পর্দার তিনটি নতুন আইফোন আনবে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি। এই আইফোনগুলোর পর্দার মাপ হতে পারে ৬.৩ ইঞ্চি, ৬.১ ইঞ্চি ও ৫.৮ ইঞ্চি --খবর সিএনবিসি’র।

চলতি বছর প্রথমবারের মতো এলসিডি পর্দার পরিবর্তে আইফোন X-এ ওলেড পর্দা ব্যবহার করে অ্যাপল। আর আইফোনটিতে প্রায় কোনো বেজেলই রাখা হয়নি। বলা হচ্ছে একই নকশা অনুযায়ী সামনের বছর নতুন তিনটি আইফোন আনা হবে।

৬.১ ইঞ্চি মডেলে প্রথাগত এলসিডি পর্দাই ব্যবহার করা হতে পারে বলেও জানা গেছে। আইফোন ৮ ও ৮ প্লাসেও এলসিডি পর্দা ব্যবহার করেছে অ্যাপল।

প্রতিবেদনে আরও বলা হয়, ৬.১ ইঞ্চির এলসিডি পর্দার আইফোনটির পেছনে ধাতব প্যানেল রাখা হবে। ফলে এতে অ্যাপলের নতুন ওয়্যারলেস চার্জিং ব্যবস্থা নাও থাকতে পারে। এ বছর ওয়্যারলেস চার্জিংয়ের জন্য আইফোন X এবং আইফোন ৮-এর পেছনে গ্লাস প্যানেল রেখেছে প্রতিষ্ঠানটি।

আইফোন X-এর বর্তমান বাজার মূল্য ৯৯৯ মার্কিন ডলার। নতুন আইফোনগুলোর মূল্য কেমন হতে পারে তা এখনই ধারণা করা যাচ্ছে না।

নতুন আইফোন নিয়ে জানতে সিএনবিসি’র পক্ষ থেকে অ্যাপলের সঙ্গে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।