উইন্টার অলিম্পিকসে ৮৫ কোরিয়ান রোবট

২০১৮ অলিম্পিক উইন্টার গেইমসে ১১ ধরনের ৮৫টি রোবট ব্যবহার করবে দক্ষিণ কোরিয়া।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Dec 2017, 03:41 PM
Updated : 6 Dec 2017, 03:41 PM

১১ ধরনের রোবটের মধ্যে একটি হবে হিউম্যানয়েড। হাঁটার পাশাপাশি অলিম্পিক মশাল বহন করবে এই রোবট, বলা হয়েছে বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে।

চলতি বছর ১১ ডিসেম্বর শুরু হবে ২০১৮ অলিম্পিক উইন্টার গেইমস।

খেলা চলাকালীন মাঠের দেয়ালে চিত্র আঁকবে কিছু রোবট। আর কিছু মাঠে সরবরাহকারী এবং ফিশিং রোবট দেখা যাবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এ ছাড়াও কথা বলতে পারবে এমন রোবট থাকবে উইন্টার অলিম্পিকসে। সময়সূচি, যাতায়াত ব্যবস্থা এবং দর্শনীয় স্থান বা বস্তু নিয়ে তথ্য দেবে এই রোবটগুলো। কোরিয়ান, চাইনিজ, জাপানিজ এবং ইংরেজি ভাষায় কথা বলবে এগুলো।

অলিম্পিক গেইমসে শুধু দক্ষিণ কোরীয় সরকার নয় দেশটির স্থানীয় ইলেক্ট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলজি-ও রোবট ব্যবহার করতে যাচ্ছে। চলতি বছরের শুরুতে দুইটি রোবট উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।

বর্তমানে সিউলের ইঞ্চেওন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে রোবটগুলোর পরীক্ষা চালাচ্ছে এলজি। এর মধ্যে একটি পরিষ্কারক রোবট এবং অন্যটি এয়ারপোর্ট গাইড রোবট।

অন্যদিকে পরবর্তী সামার অলিম্পিকসের আগে পুরো একটি ‘রোবট ভিলেজ’ বানানোর আশা করছে জাপান।