ল্যাপটপেও চলবে নতুন কোয়ালকম মোবাইল প্রসেসর

নতুন প্রসেসর আনার ঘোষণা দিয়েছে কোয়ালকম। প্রসেসরটির নাম বলা হয়েছে স্ন্যাপড্রাগন ৮৪৫।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Dec 2017, 11:01 AM
Updated : 6 Dec 2017, 11:01 AM

স্ন্যাপড্রাগন টেক সামিট-এ নতুন প্রসেসরের ঘোষণা দেয় কোয়ালকম। আগের বছরের স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসরের পরবর্তী সংস্করণ হবে স্ন্যাপড্রাগন ৮৪৫, বলা হয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ-এর প্রতিবেদনে।

২০১৮ সালের বেশ কিছু উন্নতমানের অ্যান্ড্রয়েড ডিভাইসে এই প্রসেসর দেখা যাবে বলে আশা করা হচ্ছে। শুধু স্মার্টফোন নয় উইন্ডোজ ১০ ল্যাপটপেও এই প্রসেসর ব্যবহার করা যাবে বলে জানানো হয়েছে।

আগের বছর ১০ ন্যানোমিটার উৎপাদন প্রক্রিয়ায় তৈরি করা হয় স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর। ধারণা করা হচ্ছে এবারও একই উৎপাদন প্রক্রিয়া অনুসরণ করবে প্রতিষ্ঠানটি।

আগের চেয়ে উন্নত কার্যক্ষমতা, শক্তির ব্যবহারে ভালো দক্ষতা ও উন্নত ইমেইজ প্রসেসিং সুবিধা পাওয়া যাবে নতুন স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসরে।

স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসরের সঙ্গে সর্বশেষ এক্স২০ এলটিই মডেম যোগ করা হবে। যেসব নেটওয়ার্ক দ্রুত গতির গিগাবিট সংযোগ সমর্থন করে তাতে প্রতি সেকেন্ডে কয়েক গিগাবিট গতি পাওয়া যাবে এই মডেমের মাধ্যমে।