পদ ছাড়লেন তিন উবার নিরাপত্তা কর্মী
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Dec 2017 05:29 PM BdST Updated: 02 Dec 2017 05:29 PM BdST
-
ছবি- রয়টার্স
ডেটা ফাঁসের ঘটনা প্রকাশ ও প্রতিষ্ঠান কর্মীদের আলাপে সংকেতায়িত অ্যাপ ব্যবহারের অতীত রীতি নিয়ে প্রধান নির্বাহী মুখ খোলার পর শুক্রবার উবারের নিরাপত্তা বিভাগের তিন কর্মী পদত্যাগ করেছেন। অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাদাতা মার্কিন প্রতিষ্ঠানটির এক মুখপাত্র এ বিষয়টি নিশ্চিত করেছেন।
চলতি বছর অগাস্টে দায়িত্ব নেওয়া উবার প্রধান নির্বাহী দারা খোসরোশাহী সম্প্রতি ডেটা ফাঁসের খবর প্রকাশ ও প্রতিষ্ঠান কর্মীদের ওই চর্চা নিয়ে বলেন, “এগুলোর কোনো কিছুই ঘটা উচিৎ হয়নি।”
বুধবার এক টুইটে খোসরোশাহী স্বীকার করে বলেন, চলতি বছর অক্টোবরে তিনি যখন প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নেন তখন তিনি জানতেন কর্মীরা উইকার ও টেলিগ্রাম-এর মতো অ্যাপ ব্যবহার করেন। তিনি বলেন, উবার প্রধান হওয়ার এক মাসের মধ্যে প্রতিষ্ঠানের ব্যবসা নিয়ে আলোচনায় সংকেতায়িত অ্যাপের ব্যবহার নিষিদ্ধ করেছেন তিনি।
মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যালফাবেট অধীনস্থ স্বচালিত গাড়ি প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ওয়েইমো’র সঙ্গে একটি আইনি লড়াইয়ের কারণেও উবারের নিরাপত্তা চর্চা কড়া নজরদারির মধ্যে আছে বলে রয়টার্স-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়।
চলতি বছর নভেম্বরে পাঁচ কোটি ৭০ লাখ চালক ও যাত্রীর তথ্য চুরি যাওয়ার পর তা চেপে যাওয়ার কথা স্বীকার করে উবার। উবার গ্রাহকদের তথ্য চুরির এ খবর প্রকাশিত হওয়ার পর কোম্পানির প্রধান নিরাপত্তা কর্মকর্তা জো সালিভান পদত্যাগ করেন।
সালিভান-এর অব্যাহতি আর ডেটা লঙ্ঘনের বিষয়টি ব্যবস্থাপনা নিয়ে উবারের নিরাপত্তা বিভাগে হতাশার মাত্রা বাড়তে থাকার মধ্যেই শুক্রবার ওই তিন কর্মীর পদত্যাগের খবর বের হয়। এই তিন কর্মী হচ্ছেন সালিভান-এর চিফ অফ স্টাফ পুজা আশোক, জ্যেষ্ঠ নিরাপত্তা প্রকৌশলী প্রিথবি রয়, আরেক নিরাপত্তা ব্যবস্থাপক জেফ জোনস। আশোক আর জোনস দায়িত্ব হস্তান্তরে সহায়তার অংশ হিসেবে ২০১৮ সালের জানুয়ারি পর্যন্ত প্রতিষ্ঠানটিতে কাজ করবেন বলে জানান ওই মুখপাত্র।
এদিকে এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত আরেক সূত্রের পক্ষ থেকে বলা হয়, উবারের গ্লোবাল থ্রেট অপারেশন্স-এর প্রধান ম্যাট হেনলি তিন মাসের চিকিৎসাজনিত ছুটিতে আছেন।
এ নিয়ে অনুরোধ করা হলে চার কর্মীর কেউই কোনো সাড়া দেননি বলে রয়টার্স-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়।
আরও খবর-
কর্মীদের গোপন আলাপ ‘বন্ধে’ উবার প্রধান
-
জানুয়ারিতে এআর, ভিআর হেডসেট আনবে অ্যাপল?
-
মানুষের মতো মাইনক্র্যাফট খেলতে শিখেছে এআই
-
ভিডিও ক্যাপশন: ইউটিউবকে অনুসরণ করল টুইটার
-
সফটওয়্যার আপডেট পাচ্ছে উইন্ডোজ ৯৮ নির্ভর মঙ্গলযান
-
মূল্যপতনের সঙ্গে বিদ্যুৎ ক্ষুধাও কমেছে বিটকয়েনের
-
কৃষ্ণাঙ্গ কনটেন্ট নির্মাতাদের অর্থ সহায়তা দেবে স্ন্যাপচ্যাট
-
মার্কিন ক্রিপ্টো কোম্পানি হারমোনিতে ‘ক্রিপ্টো ডাকাতি’
-
গর্ভপাত: মার্কিন নারীদের গলার কাঁটা হচ্ছে ব্যক্তিগত ডেটা
সর্বাধিক পঠিত
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- ‘মাদারীপুর এত কাছে!’
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- ৩ সেতুতে টোল দিয়ে ৪ ঘণ্টায় বরিশাল