বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রি বেড়েছে তিন শতাংশ

২০১৭ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে বিশ্বব্যাপী বেড়েছে স্মার্টফোনের বিক্রি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Dec 2017, 04:31 PM
Updated : 1 Dec 2017, 04:31 PM

বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনার-এর হিসাব মতে, এই প্রান্তিকে আগের বছরের তুলনায় স্মার্টফোন বিক্রি বেড়েছে তিন শতাংশ। এ খাতে চীনা প্রতিষ্ঠানগুলো প্রতিদ্বন্দ্বীতা বাড়ালেও দক্ষিণ কোরীয় ইলেকট্রনিক জায়ান্ট স্যামসাং আর মার্কিন টেক জায়ান্ট অ্যাপল শীর্ষ দুই স্থান দখলে রেখেছে বলে উল্লেখ করা হয়েছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন প্রকাশনা বিজনেস ইনসাইডার-এর প্রতিবেদনে। 

গার্টনারের সূত্রের বরাতে প্রকাশনাটির করা চার্টে দেখা যায়, এই প্রান্তিকে স্যামসাংয়ের স্মার্টফোন বিক্রি বেড়েছে ১৯.৩ শতাংশ। গার্টনার-এর তথ্যমতে, এর আগে ২০১৫ সালের ডিসেম্বরে স্যামসাং এমন বৃদ্ধি দেখাতে পেরেছিল।

স্যামসাংয়ের আনা সর্বশেষ দুই ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস৮ আর নোট ৮-এর কারণে স্যামসাং এমন সাফল্য পেয়েছে।

অন্যদিকে, অ্যাপলের বিক্রি বৃদ্ধি স্যামসাংয়ের মতো এতো বেশি হয়নি। যদিও অ্যাপলের আনা সর্বশেষ আইফোন X অক্টোবরের আগ পর্যন্ত বিক্রির তালিকায় ছিল না।

স্যামসাং আর অ্যাপলের পরে তালিকায় ক্রমান্বয়ে জায়গা করে নিয়েছে স্মার্টফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে, অপ্পো আর শিয়াওমি।

আরও খবর-