বিশ্বজুড়ে বিভ্রাটের পর ফিরলো হোয়াটসঅ্যাপ

বৃহস্পতিবার বিশ্বজুড়ে বিভ্রাটের পর সেবা পুনরায় চালু করেছে হোয়াটসঅ্যাপ।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Dec 2017, 10:58 AM
Updated : 1 Dec 2017, 04:01 PM

এ দিন বিশ্বের বিভিন্ন প্রান্তে কিছু সময়ের জন্য গ্রাহকরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারছিলেন না বলে জানিয়েছে ফেইসবুক মালিকানাধীন চ্যাটিং অ্যাপটি। কিন্তু কিছু সময়ের মধ্যে সমস্যা সমাধান করে সেবা পুনরায় চালু করা হয় বলে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

ওয়েব সেবা পর্যবেক্ষক সাইট ডাউনডিটেকটর ডটকম-এর তথ্য অনুযায়ী বৃহস্পতিবার এক ঘণ্টার কিছুটা কম সময়ের জন্য বন্ধ ছিল হোয়াটসঅ্যাপ সেবা। এই বিভ্রাট সবচেয়ে জোড়ালো ছিল উত্তর ইউরোপ ও ব্রাজিলে।

ঠিক কী কারণে এমন বিভ্রাট দেখা দিয়েছে তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য দেয়নি হোয়াটসঅ্যাপ।

চলতি বছর হোয়াটসঅ্যাপে আরও কয়েকবার এমন সমস্যা দেখা গেছে। এর মধ্যে মে মাসে কয়েকঘণ্টা ধরে এমন সমস্যা ছিল।

আগের মাসেই ভারতসহ অন্যান্য কিছু দেশে সাময়িক সময়ের জন্য হোয়াটসঅ্যাপ সেবা বন্ধ ছিল।

২০০৯ সালে যাত্রা শুরু করে হোয়াটসঅ্যাপ। ২০১৪ সালে ১৯০০ কোটি মার্কিন ডলারে প্রতিষ্ঠানটি কিনে নেয় ফেইসবুক। বর্তমানে বিশ্ব জুড়ে শত কোটি সক্রিয় গ্রাহক রয়েছে অ্যাপটির।

আরও খবর-