আইওএস, অ্যান্ড্রয়েডে এলো মাইক্রোসফট এজ

আন্ড্রয়েড ও আইওএস ডিভাইসের জন্য এজ ব্রাউজার চালু করেছে মাইক্রোসফট।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Dec 2017, 10:52 AM
Updated : 1 Dec 2017, 04:02 PM

এক মাস ধরে বেটা সংস্করণ চালানোর পর এবার ডিভাইসগুলোর জন্য আনুষ্ঠানিকভাবে ব্রাউজারটি চালু করেছে মার্কিন সফটওয়্যার জায়ান্ট প্রতিষ্ঠানটি, বলা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে।

এর আগে শুধু ‘উইন্ডোজ ইনসাইডার’ প্রকল্পের গ্রাহকরা অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসে এজ ব্রাউজার ব্যবহার করতে পারতেন। এর জন্য উইন্ডোজ ১০ চালিত একটি পিসিও দরকার হতো। এবার যেকোনো অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীই ব্রাউজারটি ডাউনলোড করতে পারবেন বলে বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।

উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য আইওএস ডিভাইসে এজ ব্রাউজারের ব্যবহার সহজ হবে। ‘কন্টিনিউ অন পিসি’ ফিচারের মাধ্যমে গ্রাহক সহজেই পিসি ও আইফোনের মধ্যে পরিবর্তন করতে পারবেন। এই ব্রাউজারের মাধ্যমে ওই গ্রাহকের অন্য ডিভাইসের ফেভারিটস, হিস্ট্রি, রিডিং লিস্ট এবং ই-বুকসও ব্যবহার করা যাবে।