গুগল সার্চেই ‘ফিন্যান্স’ ট্যাব

গুগল সার্চে এখন থেকে ব্যবহারকারীরা ফলাফল ফিল্টারে ‘ফিনান্স’ নামে আরেকটি ট্যাব দেখতে পাবেন।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2017, 05:54 PM
Updated : 28 Nov 2017, 05:54 PM

মঙ্গলবার সার্চ জায়ান্টটির মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট-এর পক্ষ থেকে এ তথ্য প্রকাশ করা হয়।

গুগল সার্চে সার্চ রেজাল্টে ‘ইমেইজেস’ আর ‘নিউজ’ লেখা ট্যাব ফিল্টার যেভাবে কাজ করে, নতুন এই ট্যাবও একইভাবে কাজ করবে।

গুগল ফিন্যান্স যেসব তথ্য দেয়, এই ট্যাবও একই তথ্য প্রকাশ করবে বলে উল্লেখ করা হয়েছে রয়টার্স-এর প্রতিবেদনে। সেই সঙ্গে আর্থিক খাতের খবরগুলোও দেখানো হবে বলে অ্যালফাবেটের এক ব্লগ পোস্টে উল্লেখ করা হয়েছে।

অ্যালফাবেট-এর পক্ষ থেকে আরও বলা হয়, গুগল ফিন্যান্স থেকে কিছু ফিচার সরিয়ে ফেলা হবে। এর মধ্যে ব্যবহারকারীদের বিনিয়োগ শনাক্ত করতে দেওয়া পোর্টফলিও ফিচারও রয়েছে।