ইসরায়েলে বন্ধ উবার

ইসরায়েল-এর তেল আবিব-এ উবারের পরীক্ষামূলক প্রকল্প সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির আদালত।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2017, 02:07 PM
Updated : 27 Nov 2017, 02:07 PM

সোমবার সেবা বন্ধের এই নির্দেশ দেয় দেশটির আদালত। অন্যদিকে দেশটিতে পুরোপুরিভাবে সেবা পরিচালনার আশা করছিল উবার, বলা হয়েছে রয়টার্স-এর প্রতিবেদনে।

দেশটিতে অ্যাপভিত্তিক গাড়ি সেবাদাতা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে ইসরায়েল-এর পরিবহন মন্ত্রণালয়, ট্যাক্সি চালক ইউনিয়ন এবং প্রতিদ্বন্দ্বী রাইড শেয়ারিং প্রতিষ্ঠানগুলো। তাদের অভিযোগ উবার চালকদের বৈধ ব্যবসায়িক লাইসেন্স ও বিমা নেই।

দেশটিতে প্রথমে রাত্রিকালীন সেবা শুরু করলেও চলতি মাসে দিনব্যাপি সেবা চালু করেছে উবার। প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগের জবাবে উবার জানায়, তাদের অ্যাপকে ভিন্নভাবে শ্রেণিভুক্ত করা উচিত। তাদের যাত্রীর পরিশোধিত মূল্য এমনভাবে নকশা করা যেখানে গাড়ির রক্ষণাবেক্ষণ খরচ অন্তর্ভুক্ত এবং চালকদের লাভের জন্য এটি করা হয়নি।

বুধবার তেল আবিব জেলা আদালতের নির্দেশ কার্যকর হতে যাচ্ছে দেশটিতে।

দেশটিতে উবার নাইট এবং উবার ডে’র কার্যক্রম স্থায়ীভাবে শুরু করতে পথ খুঁজছে প্রতিষ্ঠানের আইনজীবিরা।

এ বিষয়ে জানতে ইসরায়েলের এক উবার মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করেননি তিনি।