বন্ধ ছিল নিউ ইয়র্ক টাইমস-এর টুইটার অ্যাকাউন্ট

প্রায় ২৪ ঘণ্টার জন্য মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস-এর অ্যাকাউন্ট বন্ধ করে রেখেছিল টুইটার। ওই অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি টুইট ঘৃণামূলক আচরণবিরোধী নীতিমালা লঙ্ঘন করেছিল বলে অভিযোগ তুলে এই পদক্ষেপ নেয় মাইক্রোব্লগিং সাইটটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2017, 11:21 AM
Updated : 27 Nov 2017, 11:21 AM

‘@nytimesworld’- এটি হচ্ছে দৈনিকটর আন্তর্জাতিক প্রতিবেদক দলের অ্যাকাউন্ট। কানাডার দুটি প্রদেশের অধিবাসীদের কাছে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ক্ষমা চাওয়ার বিষয়ে একটি প্রতিবেদন ওই অ্যাকাউন্ট থেকে প্রচার করা হয়েছিল, বলা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।

অ্যাকাউন্টটি থেকে দেওয়া ওই পোস্টে বলা হয়, “এক দশক আগে কোনো ক্ষমাপ্রার্থনা না পেলেও, নিউফাউন্ডল্যান্ড আর ল্যাবরাডোর-এর অধিবাসীরা জাস্টিন ট্রুডো’র কাছ থেকে ক্ষমাপ্রার্থনা পেল।”

এ পোস্ট সম্পর্কে জানার পর টুইটার শনিবার থেকে রোববার পর্যন্ত ২৪ ঘণ্টার জন্য অ্যাকাউন্টটি বন্ধ করে দেয়।

পরে টুইটার ওই অ্যাকাউন্টটি ফিরিয়ে আনে আর “এ কারণে কোনো অসুবিধা সৃষ্টি হয়ে থাকলে” তার জন্য ক্ষমা চায়।

রোববার নিউ ইয়র্ক টাইমস-কে টুইটার বলে, “অ্যাকাউন্টটি যাচাইয়ের পর, আমরা বুঝতে পেরেছি এটি আমাদের কোনো এজেন্টের করা ভুল।”

নিউ ইয়র্ক টাইমস-এর আন্তর্জাতিক প্রতিবেদক দল প্রায় ২০ লাখ অনুসারীর কাছে তাদের কনটেন্ট প্রচার করতে টুইটার ব্যবহার করে।

চলতি মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর টুইটার অ্যাকাউন্ট ১১ মিনিটের জন্য বিকল হয়েছিল।