শত বিলিয়নে বেজোস

সম্পদের হিসাবে ১২ অঙ্কের কোটায় পৌঁছেছেন অ্যামাজন প্রধান জেফ বেজোস।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2017, 11:44 AM
Updated : 25 Nov 2017, 12:41 PM

ব্লুমবার্গ-এর ধারণা মতে, বেজোসের মোট সম্পদের পরিমাণ ১০ হাজার কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে। বছরের ব্যস্ততম কেনাকাটার দিন ‘ব্ল্যাক ফ্রাইডে’-তে রেকর্ড গড়েছে অ্যামাজনের শেয়ার মূল্য, বলা হয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদনে।

চলতি বছরের ১৪ নভেম্বরের নথিতে বলা হয়েছে অ্যামাজনে ৭.৮৯ কোটি শেয়ার রয়েছে বেজোস-এর।

শুক্রবার দিন শেষে প্রতিষ্ঠানের প্রতি শেয়ারর মূল্য ছিল ১১৮৬ মার্কিন ডলার। এই হিসাবে বেজোসের মোট শেয়ারের মূল্য দাঁড়ায় ৯৩৫০ কোটি মার্কিন ডলার।

শুধু অ্যামাজনই তার একমাত্র ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়। বিভিন্ন স্টার্টআপ প্রতিষ্ঠানেও বিনিয়োগ রয়েছে বেজোসের। এছাড়া ওয়াশিংটন পোস্ট এবং মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান ব্লু অরিজিন-এর মালিক তিনি।

সম্প্রতিই বিল গেটসকে হটিয়ে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তকমা পেয়েছেন বেজোস।