অবস্থানের তথ্য নিয়ে গুগলে অনুসন্ধান

আন্ড্রয়েড ডিভাইসের মাধ্যমে অবস্থানের তথ্য জোগাড়ের বিষয়টি স্বীকার করার পর তা নিয়ে শুরু হয়েছে অনুসন্ধান।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2017, 10:54 AM
Updated : 25 Nov 2017, 10:54 AM

বিষয়টি খতিয়ে দেখতে চলতি সপ্তাহে গুগল প্রতিনিধিদের জিজ্ঞাসাবাদ করেছে দক্ষিণ কোরীয় নীতি নির্ধারক সংস্থা, বলা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে।

শুক্রবার সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের তথ্য সুরক্ষা কর্মকর্তারাও বিষয়টি তদন্ত করছেন।

সম্প্রতি গুগল স্বীকার করে যে, অবস্থান সেবা বন্ধ থাকার পাশাপাশি অ্যান্ড্রয়েড ফোনে সিম কার্ড না থাকলেও এর অবস্থান জানতে পারে তারা।

নিকটস্থ মোবাইল টাওয়ার থেকে তথ্য জোগাড় করা হয় এবং সেগুলো গুগলের কাছে পাঠানো হয় বলে জানানো হয়। গ্রাহক যদি তার ডিভাইস ফ্যাক্টরি রিসেটও করে থাকেন তবুও এই তথ্য জোগাড় করা যায়।

এর আগে কোয়ার্টজ-এর প্রতিবেদনে বলা হয়, “যদিও আপনি সবগুলো সতর্ক ব্যবস্থা নিয়ে থাকেন, আন্ড্রয়েড সফটওয়্যার আপনার অবস্থানের তথ্য জোগাড় করে এবং ইন্টারনেটে সংযুক্ত হলে তা গুগলের কাছে পাঠায়।”

গুগলের এক মুখপাত্র বলেন, “চলতি বছরের জানুয়ারিতে আমরা সেল আইডি কোডের ব্যবহার শুরু করি যাতে বার্তা প্রদানের গতি এবং কর্মক্ষমতা বাড়ে।”

বিষয়টি স্বীকার করার পরই এ নিয়ে তদন্ত চালাচ্ছে কোরিয়া কমিউনিকেশনস কমিশন।

এ দিকে গুগল বলছে, অ্যান্ড্রয়েড ডিভাইস এখন আর সেল আইডি কোডের জন্য অনুরোধ করছে না এবং চলতি মাসেই মজুদ করা তথ্য পর্যায়ক্রমে মুছে ফেলা হবে।