স্ন্যাপচ্যাট স্টোরিজে এলো বিজ্ঞাপন সুবিধা

পণ্য প্রচারে ‘প্রোমোটেড স্টোরিজ’ কিনতে প্রতিষ্ঠানগুলোকে সুযোগ দিচ্ছে ছবি শেয়ারিং অ্যাপ স্ন্যাপচ্যাটের মালিক প্রতিষ্ঠান স্ন্যাপ।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2017, 07:37 PM
Updated : 24 Nov 2017, 07:37 PM

২৪ ঘণ্টার মধ্যে হওয়া একাধিক স্ন্যাপ-কে এক সঙ্গে ‘স্টোরিজ’ অপশনে দেখানো হয়। এই স্টোরিজ ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন একটি বিজ্ঞাপনী টুল হয়ে দাঁড়িয়েছে বলে উল্লেখ করা হয় মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদনে। এতে প্রতিষ্ঠানগুলো একসঙ্গে তিন থেকে ১০টি স্ন্যাপ দেখাতে সক্ষম হবে, স্ন্যাপচ্যাটের অ্যাপ নতুন করে সাজানোর পরও এই সুবিধা থাকবে।

যুক্তরাষ্ট্রে টেলিভিশন চ্যানেল এইচবিও সবার আগে প্রমোটডে স্টোরিজ কিনেছে। এর মাধ্যমে চ্যানেলটির তিনটি অনুষ্ঠানের প্রচারণা চালানো হবে, এগুলো হচ্ছে- গেইম অফ থ্রোনস, ইনসিকিওর আর ওয়েস্টওয়ার্ল্ড। যুক্তরাজ্য আর ফ্রান্সে সবার আগে এই বিজ্ঞাপন কিনেছে খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান এএসওএস। 

স্ন্যাপের সূত্রমতে, ৮.৮০ কোটিরও বেশি মানুষ এখন স্ন্যাপচ্যাটে বিজ্ঞাপন দেখতে পারেন। এর মধ্যে ৪.৭ কোটিই ১৩ থেকে ২৪ বছর বয়সী।